Newsvob.com.: স্টাফ রিপোর্টারঃ এবার রাজধানী ঢাকা মহানগর উত্তর ১৯ নং ওয়ার্ড গুলশান থানা যুবলীগের সাধারণ সম্পাদক হারুন প্রধানের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রোনোদিত হয়ে সম্পুর্ন পরিকল্পিতভাবে একটি সিন্ডিকেট মহল অনলাইন পত্রিকা ও সোসাল মিডিয়ায় নানা অপবাদ ও মিথ্যাচারের মাধ্যমে ভ্রান্ত সংবাদ ছড়িয়ে সুনাম নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। জানা যায় একটি কুচক্রি সিন্ডিকেট মহল রাজনৈতিক অসত উদ্দেশ্য চরিতার্থ করার জন্য প্রতিহিংসার বশবর্তী হয়ে সম্প্রতি দৈনিক আজকের আলোকিত সকাল নামে একটি অনলাইন মিডিয়ায় স্থানীয় যুবলীগ নেতা সাধারণ সম্পাদক হারুন প্রধানকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য চাদাবাজির নানা মিথ্যা বানোয়াট ভিত্তিহীন কল্প কাহীনি জুড়ে দিয়ে অসত্য সংবাদ প্রচার করেছে। যার ফলে সামাজিক যোগাযোগ মাধ্যম সোসাল মিডিয়াসহ সমাজে তার অপরিসীম মান মর্যাদার সুনাম ক্ষুন্ন হয়েছে। এ বিষয়টি হারুন প্রধানের দৃষ্টি গোচর হলে তার পক্ষ হতে আজকের আলোকিত সকাল অনলাইন পত্রিকা কর্তৃপক্ষ সম্পাদককে জানানো হলে তিনি প্রকাশিত সংবাদের একটি প্রতিবাদ প্রকাশ করে দেয়। তারপরও পুনরায় সংবাদটি আবারও তাদের লিংক থেকে শেয়ার দেওয়া হয়। এ ঘটনায় যুবলীগ নেতা হারুন প্রধান বলেন রাজনৈতিকভাবে তাকে ঘায়েল করার জন্য প্রতিপক্ষ সিন্ডিকেট চক্র পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে একের পর এক নানা ষড়যন্ত্রের অপপ্রয়াস চালাচ্ছে। তারই ধারাবাহিকতায় তার বিরুদ্ধে তারা কথিত সাংবাদিক লেলিয়ে দিয়ে সংবাদের নামে নানা কুতসা রটনা করে মিথ্যা ভিত্তিহীন গুজব ছড়াচ্ছে। যাহা অত্যন্ত নিন্দনীয় ও গর্হিত জঘন্য কর্মকান্ড। তিনি এ মিথ্যা বানোয়াট ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত ভ্রান্ত সংবাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে তিনি কথিত ওই সাংবাদিককে আরো দায়ীত্বশীল হওয়ার জন্য আহবান জানান। সাংবাদিকরা যদি রাগ অনুরাগ ও বিরাগের বশবর্তী হয়ে অথবা অন্যের কুপ্ররোচনার ইন্দোনে মানুষের ইজ্জত সম্মান হরনের হীন উদ্দেশ্যে মিথ্যা সংবাদ পরিবেশন করে। তাহলে সমাজে সাধারণ জনগনের মাঝে আস্থা নষ্ট হয় পক্ষান্তরে বিভ্রান্তি ও ভুল ধারণা সৃষ্টি হয়। মানুষের মাঝে ভ্রাতৃত্ব সাম্য ও ঐক্য বিনষ্ট হয় এবং ভুলবুজাবুজির সৃষ্টি হয়। মানুষের প্রাইভেসি ক্ষুন্ন করে মিথ্যা সংবাদ প্রচার করে গুজব ছড়ানো আইনত দণ্ডনীয় অপরাধ। যারা এ সব থেকে বিরত না হয় তারাই পাপিষ্ঠ যালিম। তাদের বিরুদ্ধে আইনগত শাস্তিমুলোক ব্যবস্থা গ্রহন করা বর্তমানে আইন শৃঙ্খলা ররক্ষাকারী বাহিনী প্রশাসনের একান্ত অপরিহার্য। যাতে ভবিষ্যৎ এ সব মিথ্যা ভিত্তিহীন গুজব সংবাদ প্রকাশ করার দুঃসাহস কেউ আর না পায়।