নিউজিল্যান্ডে যাত্রীবাহী একটি ছোট বিমান বিধ্বস্তের ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহত দুইজনই বিমানটির পাইলট।
রবিবার ( ২৪ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে বিমানটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেছে। এবং সেখান থেকে লাশ দুইটি উদ্ধার করা হয়েছে। দেশটির সংবাদমাধ্যম নিউজিল্যান্ড হেরাল্ড এ খবর প্রকাশ করেছে।
খবরে বলা হয়, স্থানীয় সময় শনিবার (২৩ মার্চ) রাতে দেশটির উত্তরাঞ্চলের তুরাঙ্গি এলাকার কাইমানাওয়া রেঞ্জের কাছে বিমানটি বিধ্বস্ত হয়।
সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, রাতে বিমানটি পালমারস্টন নর্থ থেকে তাপু হয়ে অকল্যান্ডের আর্ডমোরের উদ্দেশে যাচ্ছিল। তাপু যাওয়ার আগেই এ দুর্ঘটনা ঘটে। দুই ইঞ্জিন বিশিষ্ট বিমানটিতে অভিজ্ঞ দুই পাইলট ছিলেন। তারা দুইজনই মারা গেছেন। তারা ছাড়া বিমানটিতে আর কেউ ছিলো না।