1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
সোমবার, ২১ জুলাই ২০২৫, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিন রক্ষায় টেকসই পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : পরিবেশ উপদেষ্টা জুলাই অভ্যুত্থানের সাহসী নারীদের ইতিহাস থেকে হারিয়ে যেতে দেবো না: শারমীন মুরশিদ আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীদের কঠোরভাবে দমন করতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপি কমিশনার মানিলন্ডারিং মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক এর চেয়ারম্যান লায়ন এম.কে খায়রুল বাসার সিআইডি’র ফাইন্যান্সিয়াল ক্রাইম টীম কর্তৃক অটক। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে চাঞ্চল্যকর খুনের ঘটনায় পাঁচজন গ্রেফতার আজওয়াহ হজ ট্রাভেলস আয়োজিত হাজিদের পুনর্মিলনী অনুষ্ঠানে ১৫ বছরের সাংবাদিকতা নিয়ে তদন্ত হবে : উপদেষ্টার প্রেস সচিব প্রথমার্ধেই তুর্কমেনিস্তানের জালে ৭ গোল বাংলাদেশের মেয়েদের জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনী উপলক্ষে মাননীয় প্রধান উপদেষ্টার ভাষণ বিশেষ অভিযানে ছিনতাইকারী, মাদক কারবারিসহ ২৮ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ

নিতিন গড়কড়ির ফের চমক

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ২৮ জানুয়ারী, ২০১৯
  • ৭৮ বার পঠিত হয়েছে

দলকে ফের বিড়ম্বনার মধ্যে ফেলে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ি। গত রোববার মুম্বাইয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘যে রাজনৈতিক নেতারা স্বপ্ন দেখান মানুষ, তাঁদের ভালোবাসে। কিন্তু সেই স্বপ্ন মিথ্যে হলেও তা পূরণ না করলে জনতা ছেড়ে দেবে না। নেতাকে ধরে পেটাবে। অতএব সেই প্রতিশ্রুতিই দেওয়া উচিত যেটুকু পূরণ করা যায়।’

নিজের মন্তব্যের কোনো ব্যাখ্যা নিতিন দেননি। তবে মোদিবিরোধীরা উল্লসিত। কংগ্রেসের মুখপাত্র মিম আফজল সরাসরিই বলেছেন, ‘নিতিন গড়কড়ি এমন ধরনের কথা আগেও বলেছেন। স্বপ্ন তো দেখিয়েছেন নরেন্দ্র মোদি। সেই স্বপ্ন অধরাই রয়ে গেছে। বিজেপির মধ্যে ক্ষমতার লড়াই শুরু হয়েছে।’ মধ্যপ্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে টুইট করে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রীকে রাজনৈতিক আক্রমণ করছেন কেন্দ্রীয় মন্ত্রী। মোদিজি, জনতা আসছে।’ হায়দরাবাদের সাংসদ অল ইন্ডিয়া মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিন নেতা আসাউদ্দিন ওয়েইসি টুইট করে বলেছেন, ‘নিতিন গড়কড়ি মোদির সামনে আয়না ধরেছেন।’ যদিও বিজেপির মুখপাত্র জি ভি এল নরসিমা সোমবার বলেছেন, নিতিনের মন্তব্যের লক্ষ্য কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। অন্য মুখপাত্র শাহনওয়াজ হোসেন বলেছেন, ‘নিতিনজি কংগ্রেসের মুখেই আয়না ধরেছেন। কংগ্রেস একটাও স্বপ্ন সার্থক করতে পারেনি বলেই তারা গত ভোটে ৪৪-এ নেমে গিয়েছে।’ এ কথা বললেও বিজেপির মধ্যে নিতিনকে নিয়ে অস্বস্তি বেড়ে চলেছে। কারণ, এই প্রথম নয়, এর আগেও একাধিকবার তিনি এমন মন্তব্য করেছেন, যা বিজেপির পক্ষে যথেষ্টই বিড়ম্বনার।
নিতিনের প্রথম বিতর্কিত মন্তব্য ছিল মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও রাজস্থানে বিজেপির হারের পর। বলেছিলেন, দলের নেতারা জয়ের কৃতিত্ব যখন নেন, তখন হারের দায়িত্বও তাঁদের নিতে হবে। আমি দলের দায়িত্বে থাকলে দায় নিতাম।
নিতিনকে নিয়ে দলে গুঞ্জন সৃষ্টি হয়েছে কিছুদিন ধরেই। এমন জল্পনাও শোনা যাচ্ছে, ২০১৯ সালের ভোটের পর বিজেপিকে যদি সরকার গড়তে জোট শরিকদের ওপর নির্ভর করতে হয়, তা হলে শরিকেরা মোদির বদলে নিতিনকে পছন্দ করবে। মোদির বিকল্প হিসেবে নিতিনের পরই রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের নাম।
নিতিন মহারাষ্ট্রের নেতা। তা ছাড়া তিনি আরএসএসের আস্থাভাজন। দলের সভাপতির দায়িত্বও একটা সময় তাঁর হাতে ছিল। রাজনাথ সিংও অমিত শাহর আগে বিজেপির সভাপতি ছিলেন। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীও হয়েছিলেন তিনি। মোদির কট্টর বিরোধীরা সরাসরি এই দুই নেতার প্রশংসা করতেও ছাড়ছেন না।

সম্প্রতি কলকাতায় বিরোধী দলনেতাদের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিতিন গড়কড়ি, রাজনাথ সিং, সুষমা স্বরাজের নাম করে বলেছিলেন, এঁদের মতো নেতাদেরও নরেন্দ্র মোদি অবজ্ঞা, উপেক্ষা ও অবহেলা করেন। তাঁদের গুরুত্ব দেন না।

ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের মূল অনুষ্ঠানে এসেছিলেন নিতিন। বসেছিলেন রাহুল গান্ধীর ঠিক পাশের আসনে। ক্যামেরার নজর তা এড়ায়নি। বারবার দেখা গেছে, রাহুল ও নিতিন ঘনিষ্ঠভাবে পরস্পরের সঙ্গে কথা বলছেন। বিজেপির অন্দরে নিতিনকে নিয়ে জল্পনা ও আগ্রহ বেড়েই চলেছে।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews