Newsvob.com.: রাজশাহী ব্যুরো মাসুদ রানা : আগামী ৩০ জানুয়ারি কেশরহাট পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে আওয়ামী লীগের মনোনীত প্রাথী শহিদুজ্জামান শহিদের পক্ষে নৌকা মার্কায় ভোট চাইলেন যুবমহিলা লীগ। শনিবার রাজশাহী জেলা যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক বিপাশা খাতুনের নেত্রীত্বে কেশরহাট বাজারে গনসংযোগ শেষে ৭ নং ওয়ার্ড বাকশৈল গ্রামে নারী ভোটাদের দোয়ারে গিয়ে নৌকা প্রতিকে ভোট দেওয়ার আহ্বান জানান যুব মহিলা লীগের নেত্রীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা যুবমহিলা লীগের সভাপতি ও মহিলা ভাইস চেয়্যারমান সানজিদা আক্তার রিক্তা, সাধারণ সম্পাদক রুবিনা খাতুন, চারঘাট উপজেলা যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক ময়না খাতুন, যুবমহিলা লীগ নেত্রী মেমোরি সহ আরো অনেকে। নেত্রীরা বলেন, উন্নয়নের প্রতিক নৌকা, আপনারা এলাকার উন্নয়নে লক্ষে নৌকা মার্কায় ভোট দিবেন। তৃনমূলে সরকারের উন্নয়ন বিস্তৃত করতে সকলে মিলে নৌকার প্রচারণা বৃদ্ধি করে মেয়র শহিদকে আবারও বিজয় করতে হবে।উন্নয়নের জোয়ারে কেশর হাট পৌরসভার প্রতিটি স্হানে পূর্নতা আনতে হবে নৌকার বিজয়ের মাধ্যমে।