NEWSVOb.আলমডাঙ্গায় নাজমা: সহকারি কমিশনার (ভূমি) সোনিয়া হাসানের নেতৃত্বে আলমডাঙ্গা পৌর শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এ সময় শহরের স্টার ফ্যাশনে নৌকার স্টিকার লাগানোর অভিযোগে দোকান মালিক আনোয়ার হোসেনকে ৫ শ টাকা, সোনাপট্টির এক বাড়ির দেওয়ালে ধানের শীষের স্টিকার সাটানোর অভিযোগে মীর ইসমাইলকে ৫ শ টাকা, দোকানে মশাল প্রতিকের স্টিকার সাটানোর অভিযোগে আনন্দধামের শমসের আলির ছেলে গোলাম আলমকে ৫ শ টাকা জরিমানা, ১ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থি আলাল আহমেদের ডালিম প্রতিকের মিছিলের অভিযোগে আলাল আহমেদকে ১ হাজার টাকা ও সন্ধ্যায় স্টেশন বাজারে খালেকের দোকানে ধানের শীষের ব্যানারসহ ২টি কম্বল পাওয়ায় কম্বল যিনি ওই দোকানে রেখেছিলেন, কালিদাসপুর ইউনিয়নের পারকুলা গ্রামের ফিরোজ মেম্বরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সকল জরিমানার অর্থ ঘটনাস্থল থেকেই আদায় করা হয়েছে।