মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ পুলিশ লাইনস চত্বরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, বাংলাদেশের মাটিতে একজন জঙ্গির অস্তিত্ব থাকা পর্যন্তও জঙ্গিবিরোধী অভিযান চলবে।একই সঙ্গে জঙ্গিবাদ ও মাদক বিষয়ে জিরো টলারেন্স নীতি অব্যাহত রাখার ঘোষণাও দিয়েছেন তিনি। আইজিপি আরও বলেন, ‘দেশ থেকে জঙ্গি তৎপরতা নির্মূলে পুলিশ বাহিনী কাজ করে যাচ্ছে। জঙ্গিবাদ বাংলাদেশকে গ্রাস করতে চেয়েছিল, একটি মহল বাংলাদেশকে পৃথিবীর কাছে নেতিবাচকভাবে উপস্থাপন করতে চেয়েছিল। কিন্তু বাংলাদেশ পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই জঙ্গিবাদের শিকড় উপড়ে ফেলেছে। তাদের অপচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে।’ এর আগে তিনি পুলিশ লাইনসে নবনির্মিত ‘স্বোপার্জিত পতাকা’ নামের ভাস্কর্যটির উদ্বোধন করেন। বিকেলে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতারও উদ্বোধন করেন তিনি।