1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই অভ্যুত্থানের সাহসী নারীদের ইতিহাস থেকে হারিয়ে যেতে দেবো না: শারমীন মুরশিদ আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীদের কঠোরভাবে দমন করতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপি কমিশনার মানিলন্ডারিং মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক এর চেয়ারম্যান লায়ন এম.কে খায়রুল বাসার সিআইডি’র ফাইন্যান্সিয়াল ক্রাইম টীম কর্তৃক অটক। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে চাঞ্চল্যকর খুনের ঘটনায় পাঁচজন গ্রেফতার আজওয়াহ হজ ট্রাভেলস আয়োজিত হাজিদের পুনর্মিলনী অনুষ্ঠানে ১৫ বছরের সাংবাদিকতা নিয়ে তদন্ত হবে : উপদেষ্টার প্রেস সচিব প্রথমার্ধেই তুর্কমেনিস্তানের জালে ৭ গোল বাংলাদেশের মেয়েদের জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনী উপলক্ষে মাননীয় প্রধান উপদেষ্টার ভাষণ বিশেষ অভিযানে ছিনতাইকারী, মাদক কারবারিসহ ২৮ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ ৪০ কেজি গাঁজা ও পিকআপসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

“এমন জীবন তুমি করিবে গঠন, মরনে হাসিবে তুমি কাঁদিবে ভুবন” Shahina Islam তুমি এর যথাযোগ্য উদাহরণ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৭৬ বার পঠিত হয়েছে
নিউস ভয়েস অফ বাংলাদেশ  :  এমন জীবন তুমি করিবে গঠন, মরনে হাসিবে তুমি কাঁদিবে ভুবন” Shahina Islam তুমি এর যথাযোগ্য উদাহরণ। বিনয়, সদাহাস্যজ্বল, মিশুক, অসম্ভব আন্তরিক, অমায়িক সবচেয়ে তোমার এই গুণাবলিগুলো তোমাকে এতটাই অনন্য করেছিলো।
রাজশাহীর ভদ্রার মোড় যেতেই একটু জিজ্ঞেস করতে হল বাড়িটা কনফার্ম হওয়ার জন্য। একজন লোক বলল মরা বাড়িতে যাবেন? পরাগদের বাড়ি? বললাম জি। আঙুল পিছনদিকে ঘুরিয়ে বলল ঐ তো লাশের গাড়ি দেখা যায়। বুকটা তখন নদী ভাঙনের মত করে ভাঙছে।
কিন্তু যতই বাড়ির দিকে এগোচ্ছি ততই অবাক হচ্ছি! তোমাকে কি আসলেই শশুরবাড়ীতে আনা হয়েছে। সেই শ্বশুরবাড়ী যেখানে বছরে তুমি ৪/৫ বার আসো, দিন গুনে সর্বোচ্চ ৩০ দিন বছরে ভেঙে ভেঙে থাকা হয়। আসলে রাজশাহী তো শ্বশুরবাড়ী নামে, সামাজিক নিয়মে কিন্তু আদতে এটা আরেকটা মায়ের বাড়ি, ভাইয়ের বাড়ি, নিজের বাড়ি। এজন্যই শায়িত হওয়ার জায়গাটা রাজশাহীই ঠিক করা হয়।
এই শীতের রাত, রাত সাড়ে আটটা নাগাদ সম্ভবত তোমাকে বহনকারী গাড়ি পৌছেছিল। অথচ মানুষের ভিড় অগনিত। কোন ছোট খাটো জটলা নয়। সবার মুখে বিষাদ বেদনা। আমি দেখলাম বুঝলাম আমার বোন মানুষ হিসেবে কি ছিলো।
“ছোটআপু”
তোমাকে নিয়ে আমার পর্ব করে লিখতে ইচ্ছা করছে। জানিনা সেটা পারব কিনা কিন্তু তোমার জীবনের এতগুলো চরিত্রের মধ্যে একটা চরিত্র নিয়ে একটু না বলে পারছি না। পরাগ ভাই সম্পর্কে তোমার ভাসুর কিন্তু তাকে আমি একজন মায়ের পেটের ভাই, বাবা যেমন করে কষ্ট পায় তোমার জন্য তেমন করে কষ্ট পেতে দেখছি। আমরা সবাই জানতাম পরাগ ভাই তোমাকে কতটা ভালোবাসে, স্নেহ করে, কিন্তু আমি গত মঙ্গলবার থেকে তা দেখছি এক অন্য মাত্রায়। তুমি সত্যিই প্রকৃত অর্থে ছোটবোন হতে পেরেছো। পরাগ ভাই কান্না করছে আর বলছে এত ভালো কেন ছিল মেয়েটা! আসলেই তুমি এত ভালো কেন ছিলা,,,,,
“ছোটআপু”
কাল পরাগ ভাই গাড়ি করে পৌছে দিতে আসল আমাদের । ঘরে ঢুকেই ফোন হাতে নিলাম, দেখি ছোটআপুকে ফোন করে বলি মাত্র পৌছালাম। অভ্যাসবসত ঘটনাটা ঘটল, চোখের পলকে বুকের মধ্যে ধাক্কা খেলাম, ছোটআপু তো,,,, ইয়া আল্লাহ গত চারদিন এমন করে অসংখ্য স্মৃতিতে তোমার সাথে কেমন জড়িয়ে যাচ্ছি। কেউ চলে যাওয়ার পর, কোন চিরবিচ্ছেদে এমন করে কারো সাথে জড়িয়ে যাওয়া যায় আমার এমনটা আগে হয়নি। তোমার স্মৃতি আর তোমার না থাকা এ দুটোর টানাহেঁচড়াটা আর নিতে পারছি না।
“ছোটআপু”
আমি কোনদিন শুনিনি বাড়ির গৃহকর্ত্রী মারা গেলে তার বাসার ছুটা বুয়া বা কাজের লোক এত বেশি কান্না করে, বারবার মূর্ছা যায়। অথচ তোমার বুয়া শিউলি তিনবার সেন্স লেস হয়েছে। আমার বুয়া আকাশের মা ও অনেক ভালো, আমাকে ভালো জানে কিন্তু ওকে নিয়েও অভিযোগের শেষ নেই কারণ অনেক কিছুই আমার ডিরেকশন মত করে না। শিউলিও নির্ঘাত পারফেক্ট কেউ ছিলো না। কিন্তু তোমার আচরণে, তোমার কাছে শিউলি এমন কিছু পেয়েছে যার জন্য তোমার হঠাৎ চলে যাওয়া মানতে পারছে না। সিরিয়াসলি আমি এমন শুনিনি।
“ছোটআপু”
রাতে মেসেঞ্জারে ঢুকলাম তোমার আইডিতে। ছবিগুলো স্ক্রোল করতে করতে সামনে এলো আমার বিয়ের ছবি। বিয়ে পড়ানোর সময় যে থ্রিপিস পরে ছিলাম ওটা তোমার দেয়া। যথারীতি আফশিন আমার পাশে বসা। আফশিন গতকালও বলছিলো দিজা তো আমার খালা নয় আমার মা। হয়তো এজন্যই তোমাকে হারানোর যন্ত্রণা আমার কাছে অন্যরকম।
“ছোটআপু”
এমন পলক ঝাপটানো দ্রুততায় তুমি চলে গেলে কিন্তু আমার জন্য অনেক শিক্ষা রেখে গেলে। বইয়ে প্রবাদে পড়েছি মানুষ কিসে খ্যাতিমান হয়, কিসে মানুষ মানুষের হৃদয় জয় করে। তোমার হৃদয়ের সৌন্দর্য তোমার স্কুল, সহকর্মী, স্টুডেন্ট, তোমার শ্বশুর বাড়ী, সেখানকার সমস্ত কাছে দুরের আত্মীয় অনাত্মীয় সকলের মন ছুঁয়েছে। মৃত্যু অনিবার্য তবুও তোমার চলে যাওয়ায় শত শত মানুষ কেঁদেছে এখনো কাঁদছে। বিনে পয়সার হাসি, মুখের দুটো ভালো কথা, মানুষের দোষ ত্রুটি না খুঁজে আন্তরিকতার সাথে মেশা, নিয়ম করে জীবনে এতটুকু চর্চা করলেই শেষ বিদায়ে মানুষের দোয়া, ভালোবাসা, চোখের পানিতে এমন চিরবিদায় হয়।
“ছোটআপু”
আমার দৃঢ় বিশ্বাস উত্তম আচরণ, আখলাকের অধিকারিনী পরিচয়ে বিচার বিদসে তোমাকে দেখতে পাবো ইনশাআল্লাহ।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews