নিউস ভয়েস অফ বাংলা, জে রশিদ : “নবযুগ উন্নয়ন সংস্থা” একটি বেসরকারী স্বে”ছসেবী,অরাজনৈতিক,অলাভজনক,সমাজিক উন্নয়ন। বাংলাদেশের ঢাকা সহ বিভিন্ন তেলায় দরিদ্র জন গোষ্টির জীবন যাত্রার মান উন্নয়নের জন্য কার্যরত্ব হয়েছে।এ যাবত কালে প্রতিষ্ঠানের নানামুখী কর্মকান্ডে নিয়োজিত হয়েছে।
বর্তমানে যুদ্ধ ও করোনা মহামারীর ফলে গোটা বিশ্ব আজ যখন অর্থনৈতিকভাবে ভঙ্গুর বাংলাদেশও সেই ক্ষতির বাইরে নয়। খুব দ্রুত যদি এই মহামারী কাটিয়ে উঠতে না পারি তাহলে শুধু অর্থনৈতিকভাবেই আমরা ক্ষতিগ্র¯’ হবনা ক্ষুধা-দ্রারিদ্রতার ছোবলে হারিয়ে যাবে স্বাধীনতা পরবর্তী আমাদের সকল অর্জন। সক্ষম ব্যক্তিরাই যখন আজ কর্ম হারিয়ে বেকারদের সংখ্যা বৃদ্ধি করছে তখন সমাজের মধ্যে যারা অক্ষম বা বেকার তরুণ-তরুণী মানুষ রয়েছে তাদের ভাগ্যে কি ঘটতে যা”েছ তা সহজেই অনুমেয়। যত দ্রুত সম্ভব সঠিক ও কার্যকর পদক্ষেপ গ্রহনের মাধ্যমে এই সকল সমস্যার সমাধান করা জরুরী।
বর্তমান বিশ্বায়নের যুগে তথ্য ও প্রযুক্তির দক্ষতা ব্যক্তির উন্নয়নের জন্য অপরিহার্য। শিক্ষা জাতির মেরুদন্ড হলেও প্রযুক্তির দক্ষতা ছাড়া একজন শিক্ষিত মানুষ তার শিক্ষাকে কাজে লাগিয়ে কাঙ্খিত লক্ষ্যে পৌছাতে পারে না। বিষয়টা বেকার তরুণ-তরুণী ব্যক্তির জন্য আরও জঠিল। বেকার তরুণ-তরুণী মানুষ অনেক বাধা অতিক্রম করে শিক্ষা অর্জন করেও কর্মসং¯’ানের ক্ষেত্রে বাধা হয়ে দাড়ায় দক্ষতা। যদিও কেউ প্রশিক্ষণ নেয় কিš‘ অথ্যেও অভাবে সে দক্ষতা রাখা সম্ভব হয়না । ফলে চাকরির অভাবে সহ্য করতে হবে বেকারত্ব ও পরিবারের বঞ্চনা। আশা নবযুগ উন্নয়ন সং¯’া (নাস) এর প্রশিক্ষণের মাধ্যমে তারা কর্ম¯’লে পৌছাতে পারবে।
নবযুগ উন্নয়ন সংস্থা (নাস) এর কম্পিউটার প্রশিক্ষণ সেন্টারে বেকার তরুণ-তরুণীদের কম্পিউটার প্রশিক্ষনে জীবনমান উন্নয়ন) শীর্ষক কর্মসূিচটি বাস্তবায়ন করা হবে।
কর্মসূিচর সকল কার্যক্রম নবযুগ উন্নয়ন সংস্থা (নাস) এর সারসরি তত্বাবধানে পরিচালিত হবে। যাহা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক নিযুক্ত কর্মসূচি পরিচালকের নির্দেশক্রমে বাস্তবায়ন করা হবে।
কর্মসূিচ বাস্তবায়ন করার জন্য ০১ জন কর্মসূিচ সমন্বয়কারী থাকবেন যিনি গ্রাউন্ড লেভেলের সকল কাজ তদারকি, এরেঞ্জ, ম্যানেজ করবেন।
কর্মসূিচর সকল কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন, অগ্রগতি, মূল্যায়ন ও পর্যবেক্ষণ করবে।
প্রশিক্ষনার্থীদের নিকট থেকে কোন প্রকার প্রশিক্ষন ফি নেওয়া হবেনা।
নবযুগ উন্নয়ন সংস্থা (নাস) এর মাধ্যমে বেকার তরুণ-তরুণীদের আইসিটি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করা এবং তাদের জীবনের মানের উন্নয়ন ঘটাতে ভূমিকা রাখবে।