কাপ্তাই প্রতিনিধিঃ কালবৈশাখী ঝড়ে কাপ্তাইয়ে পাহাড়ী এলাকায় ব্যাপক ক্ষাতি হয়েছে। বহু বসতবাড়ির চাল উপড়ে গেছে। ঝড় হাওয়ার সাথে,সাথে কাপ্তাইয়ের বিভিন্ন এলাকায় বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন রয়েছে।বহু গাছপালার ব্যাপকক্ষতি সাধনের খবর পাওয়া গেছে।কাপ্তাই ওয়াগ্গাছড়া ইউপি সদস্য অংচাপ্রু মারমা বলেন,মুরালী পাড়ার পাহাড়ী চাষী সংক্যজাইন মারমার বসতবাড়ি ঝড় হাওয়ায় ঘরের চাল উপড়ে গেছে।এবং ঘরে রাখা ঝুমচাষের ফসল আদা,হলুদ,কচুর ব্যাপক ক্ষতি হয়েছে বলে উল্লেখ করে। প্রশান্তি পার্কের দেয়ালের উপর গাছ পড়ে দেয়াল ভেঙ্গে ব্যাপক সাধন হয়। অন্য দিকে কাপ্তাই আগর বাগান এলাকায় কামিলাছড়ি পাহাড়ী পল্লীতে রাতে ঝড় হাওয়ায় আটটি বসতবাড়ির ব্যাপতক্ষতি সাধন হয়েছে। এলাকার লোকজন জানান,বর্তমানে উপড়ে পড়া বসতবাড়ির লোকজন খোলা আকাশের নীচে বসবাস করছে বলে উল্লেখ করেন।