কাপ্তাই প্রতিনিধিঃ ঐতিহ্যবাহী কাপ্তাই অবকাশ ক্লাব (রেজিনং:সি,এইচ,আই-৬৯০)এর বার্ষিক মিলন মেলা ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ রোববার (৭এপ্রিল) ক্লাবের সভাপতি ও ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মুক্তিযোদ্বা ইস্রাফিল হোসেন ও সদস্য মনিরুল ইসলামের সঞ্চালনায় দিন ব্যাপী প্রাশান্তি পার্কে অনুষ্ঠিত হয়। দিন ব্যাপী অনুষ্ঠানে শিশুদের,বিভিন্ন খেলাধুলা,মহিলা –পুরুষের হাড়ি ভাঙ্গা,বালিশ বদল,যেমন খুশি তেমন সাজো,মিনি বল খেলা,লটারীসহ নানান আয়োজনে অনুষ্টিত হয়। অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে বক্তব্য রাখেন,ক্লাবের প্রতিষ্ঠতা নুরুল হক নুর,পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর আতাউল হক চৌধুরী,অবকাশ ক্লাব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আহবায়ক সাগর চক্রবর্ত্তী,প্রাশান্তি পার্কের পরিচালক মোঃ নাছির উদ্দিন ও মোঃ ইউসুফসহ প্রমুখ।
দিন ব্যাপী অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক,ক্রীড়া,ব্যবসায়ী,সংগঠন,রাজনৈতিক,শিক্ষক,মিডিয়া ও প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। এসময় ক্লাবের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন। অবকাশ ক্লাবের সভাপতি ও ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ বলেন,এ বার্ষিক মিলন মেলায় যদি একটু বিনোদন দিতে পাড়ি তাহলে আমি নিজেকে স্বার্থক মনে করব। আগামিতে আরো সুন্দর করার জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করি।