মো: মনিরুল ইসলাম, কুতুবদিয়া প্রতিনিধিঃ
কুতুবদিয়া চ্যানেল থেকে মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি ও মশরি জাল সহ মোট ১৮ টি জাল জব্দ করেছে কোষ্টগার্ড। মঙ্গলবার (২২ জানুয়ারি সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কুতুবদিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদ উপস্থিত থাকা কালিন এই অভিযান টি চালানো হয়। বিকাল ৩ টার সময় জব্দ কৃত বেহুন্দি জাল গুলি কুতুবদিয়া বড়ঘোপ জেটিঘাটে নামিয়ে পুড়েফেলা হয়। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদ, কোষ্টগার্ড টিম সহ (লিফ) প্রতিনিধি মহিউদ্দীন কুতুবী উপস্থিত ছিলেন।