Newsvob.com.: ডেস্ক: কভিডের পাশাপাশি ডেঙ্গু আতঙ্কে বন্দরনগরী চট্টগ্রামের বাসিন্দারা। বাসা-বাড়ি থেকে কর্মস্থল সবখানেই মশার উৎপাতে অতিষ্ঠ নগরবাসী। সিটি করপোরেশন বলছে, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জমাট হওয়া পানিতে যে হারে মশা জন্মাচ্ছে, তাতে ওষুধ ছিটিয়ে সুফল পাওয়া যাবে না। এ অবস্থায় করণীয় ঠিক করতে হবে প্রকল্প বাস্থবায়নকারী প্রতিষ্ঠানগুলোকে সঙ্গে নিয়েই।
বাসা-বাড়ি কিংবা বাইরে, যে কোনো স্থানে বসলেই ঘিরে ধরছে মশা। এমন পরিস্থিতি এখন বন্দরনগরী চট্টগ্রামের সব এলাকাতেই।
নগরবাসীর অভিযোগ, একদিকে মশার ওষুধ ছিটানো হয় না নিয়মিত। অন্যদিকে নালা-নর্দমা নিয়মিত পরিষ্কার না করায় জমাট পানিতে প্রতিনিয়ত জন্ম নিচ্ছে মশা।
সিটি করপোরেশন জানায়, মশার উপদ্রব ঠেকাতে গেল ৪ বছরে ৪ কোটি টাকারও বেশি খরচ হয়েছে। মুজিববর্ষকে ঘিরে চলছে বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচিও। কিন্তু বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কারণে খালগুলোর পানিপ্রবাহ আটকে দেয়া হয়েছে। যে কারণে বাড়ছে মশার উপদ্রব। তাই উন্নয়ন প্রকল্পগুলোকে ক্ষতিগ্রস্ত না করে মশার বিস্তার রোধে শিগগিরই সব প্রতিষ্ঠানকে নিয়ে বৈঠক হচ্ছে।
গত বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন দেড় হাজারেরও বেশি মানুষ। এখনই মশা নিধনে উদ্যোগ না নিলে পরিস্থিতি এবছর আরও খারাপ হওয়ার আশঙ্কা নগরবাসীর।