স্টাফ রিপোর্টার : জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে চাঁদপুরে ৩দিনব্যাপী মৎস্য মেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৯ জুলাই) সকাল ১১টায় ফিতা কেটে মেলার উদ্বোধন করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমা, চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের।
মৎস্য কর্মকর্তাদের মধ্যে চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মাসুদুল হাসান, সিনিয়র মৎস্য কর্মকর্তা মতলব দক্ষিন ফারহানা আক্তার রুম, সিনিয়র মৎস্য কর্মকর্তা হাইমচর মো. মাহবুবু রহমান, জেলা কান্ট্রি ফিসিং বোর্ডের সভাপতি শাহ আলম মল্লিক, মৎজীবী নেতা তসলিম বেপারী প্রমূখ।
মেলায় ৮ উপজেলা মৎস্য বিভাগের ৮টি স্টলসহ মৎস্য গবেষণা ইনিস্টিটিউট চাঁদপুর, আশা হ্যাচাড়ী, ইকোফিস, ন্যায্য মূল্যে মাছ বিক্রির স্টল রয়েছে। আগামী ২১ জুলাই পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।