আল মামুন সোহাগ ,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা পুলিশঁ ফাঁড়ির ইনচার্জ আসাদুর রহমানের নেতৃত্বে এই অপোহরন কারীকে আটক করার খবর পাওয়া গেছে।
জানাযায়, গত ৪দিন পূর্বে কার্পাসডাঙ্গা পশ্চিম পাড়ার মনির মেয়ে ৭ম শ্রেনীর ছাত্রী মনিকা খাতুন (১৩) কে একই পাড়ার আরিফের ছেলে মিকাইল (১৫) মনিকা রাতের সময় প্রসাব করার জন্য বাহিরে বের হলে মিকাইল তাকে জোর পূর্বক অপোহরন করে নিয়ে যায় বলে অভিযোগ করে দামুড়হুদা থানায় একটি অভিযোগ দায়ের করে মনিকার পরিবারের সদস্যরা ।
সেই সূত্র ধরে কার্পাসডাঙ্গা ফাঁড়ির ইনচার্জ এস আই আসাদুর রহমান সড়াশি অভিযান চালিয়ে আজ সন্ধার সময় অপোহরনকারী মিকাইল কে আটক করতে সক্ষম হয় এবং ওই সময় মনিকা খাতুন কেও উদ্ধার করে ।
মনিকাকে উদ্ধার করায় এলাকার জনগন এস আই আসাদুর রহমান কে সাধুবাদ জানান এবং অপহরনকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। ।