আল মামুন সোহাগ ,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা জেলার দু’টি সরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান ও অবকাঠামোসহ সার্বিক উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এবং বেলা ১২টায় ভি. জে সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
একটি দেশ কতটুকু উন্নত হবে অথবা তার ভবিষ্যৎ কোন দিকে ধাবিত হচ্ছে তা বোঝা যায় তার শিক্ষা সংক্রান্ত পরিকল্পনার ভিতর দিয়ে। সে ক্ষেত্রে বাংলাদেশের ভবিষ্যৎ সম্পূর্ণরূপে শিক্ষা ক্ষেত্রের বর্তমান অবস্থা দেখে উপলব্ধি করা যায়। প্রকৃতপক্ষে বাংলাদেশের সরকার নানা ভাবেই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং প্রতিটি নাগরিকের শিক্ষা নিশ্চিত করার জন্য ব্যাপক প্রয়াস চালাচ্ছে। জাতীয় শিক্ষানীতি-২০১০ জননেত্রী শেখ হাসিনার বিশাল সাফল্য। যা প্রণয়ন করেছেন। বাস্তবায়ন করতে হবে।
সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্মৃতি কণা বিশ্বাসের সভাপতিত্বে আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস।
প্রধান অতিথি বলেন, ‘আমাদের দায়িত্ব, সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা। আমাদের সন্তানরা বিদ্যালয় মুখী হলে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হবে। একটা কথা মাথায় রাখতে হবে- সকল উন্নয়নের মূল চাবিকাঠি শিক্ষা, আর শিক্ষার প্রধান উৎস্য বিদ্যালয়।’ সমাবেশে উপস্থিত অভিভাবকদের সহযোগিতায় শিগগিরই বিদ্যালয় দু’টির আইন-শৃঙ্খলা উন্নতির মাধ্যমে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করার ঘোষণা দেন জেলা প্রশাসক।
সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াশীমুল বারীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমদ, জেলা শিক্ষা অফিসার নিখীল রঞ্জন চক্রবর্তীসহ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ। এদিকে ভি. জে সরকারি উচ্চ বিদ্যালয়ের সমাবেশে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মাহফুজুল হোসেন উজ্জল।
অভিভাবকরা তাদের বক্তব্যে বিদ্যালয় দু’টির পানি, বিদ্যুৎ ও শৌচাগার ব্যবস্থার উন্নয়ন, শিক্ষক সংকট নিরসন এবং কোচিং বানিজ্য বন্ধ করে বিদ্যালয় কেন্দ্রীক শিক্ষার প্রতি গুরুত্বারোপ করেন।