চুয়াডাঙ্গা, প্রতিনিধি নাজমা, NEWSBOb: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর বারুই পাড়ার মাদক কারবারি খোকন আলিকে (৪২) ২৯৬ বোতল ফেনসিডিলসহ আটক করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ। খোকন ওই গ্রামের নজিবুল হকের ছেলে। শনিবার ভোর ৫টার দিকে ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। এ সময় তার অপর সহয়োগী দামুড়হুদা দশমী পাড়ার ওমর আলির ছেলে খোকন (৪০) পালিয়ে যায়।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে জেলার বাইরে চালানের উদ্দেশ্যে বিপুলপরিমাণ ফেনসিডিল খোকনের বাড়িতে রাখা আছে। এমন সংবাদের ভিতিত্বে তার নেতৃত্বে সেকেন্ড অফিসার এসআই রফিক, এসআই কামরুজ্জামান, এএসআই মসলেমসহ সঙ্গীয় ফোর্স নিয়ে আজ শনিবার ভোর ৫টার দিকে তার বাড়িতে অভিযান চালিয়ে খোকন আলীকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তিতে গোয়ালঘরে অভিযান চালিয়ে দুটি প্লাস্টিকের বস্তায় ভরা কিছু ঘাসের ভেতর থেকে ২৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় তার অপর সহযোগী দামুড়হুদা উপজেলা সদরের স্টেডিয়াম পাড়ার ওমর আলির ছেলে খোকন পালিয়ে যায়। এ ব্যাপারে দুই খোকনের নামে মাদক আইনে মামলা হয়েছে।