Newsvob.com.: ডেস্ক : গত ১৪্ই মার্চ এ কনস্টেবলকে চড়-থাপ্পড় দেয়ায় গাজীপুর সিটি করপোরেশনের সংরক্ষিত কাউন্সিলর ও মহানগর যুব মহিলা লীগের আহ্বায়ক রুহুন নেছা রুনাকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানা পুলিশ তাকে আটক করে।
জিএমপি ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার মাজহারুল ইসলাম জানান, রুহুন নেছা রুনা চান্দনা এলাকায় উল্টো পথে গাড়ি চালাচ্ছিলেন। এ সময় তাকে বাধা দেন কর্তব্যরত দুই পুলিশ কনস্টেবল। এতে তিনি ক্ষিপ্ত হয়ে গাড়ি থেকে নেমে তাদের চড়-থাপ্পড় মারেন ও অশ্লীল ভাষায় গালাগাল করেন যুব মহিলা লীগের ওই নেত্রী।। পরে তাকে আটক করে বাসন থানায় সোপর্দ করা হয়।