Newsvob.com ডেস্ক : শুক্রবার দুপুরে সাভারের জোড়পুল এলাকার লাজ পল্লীতে যশোর জেলার উদ্যোগে আয়োজিত বিজয় উৎসবে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
পুলিশ বাহিনীকে আধুনিক করার জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছি, এটি একটি নিরন্তর প্রক্রিয়া। প্রতিবছরই আমরা এই প্রক্রিয়ায় জনবল বৃদ্ধিসহ বিভিন্ন বিষয় রয়েছে। এছাড়া সক্ষমতা বৃদ্ধি, মানষিকতার পরিবর্তননসহ সবকিছু মিলিয়ে আধুনিক একটি বাহিনী গড়ার জন্য প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছি বলে মন্তব্য করেছেন পুলিশের মহা-পরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারি
পুলিশের মহা-পরিদর্শক জাবেদ পাটোয়ারি এ সময় আরও বলেন, পুলিশ বাহিনীতে আরো জনবল বৃদ্ধির কারণে সন্ত্রাস ও জঙ্গি দমনে পুলিশের ব্যাপক সাফল্য এসেছে। দেশের মানুষ এখন সুখে-শান্তিতে বসবাস করছে বলেও বলেন তিনি।
অনুষ্ঠানে এ সময় ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানসহ যশোর জেলা কল্যাণ সমিতির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।