দেশের উচ্চশিক্ষার বাজারে যুক্তরাজ্য ঢুকতে আগ্রহী বলে জানিয়েছেন বাংলাদেশে নবনিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন। তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের সরকারকে বলেছি উচ্চশিক্ষার বাজার খুলে দিতে, যাতে ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশে পরিচালনা করা যায় এবং তরুণ বাংলাদেশিরা বিশ্বমানের উচ্চশিক্ষা দেশেই পেয়ে উপকৃত হতে পারেন।’ ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেন, ‘এটা হলে বাংলাদেশের মানবসম্পদের জন্য একটা বড় অবদান হবে। সরকার ও মন্ত্রণালয়ের সঙ্গে এই বিষয় নিয়ে আমরা যোগাযোগ রাখছি।’ রাজধানীর গুলশানের একটি হোটেলে এক সিম্পোজিয়ামে আজ বৃহস্পতিবার সকালে এসব কথা বলেন ব্রিটিশ হাইকমিশনার। ‘বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক: ভবিষ্যতের জন্য পূর্বাভাস’ শীর্ষক এই সিম্পোজিয়ামের আয়োজন করেছে কসমস ফাউন্ডেশন।