নিউস ভয়েস অফ বাংলাদেশ নিজস্ব প্রতিবেদক মোঃ আরিফুর রহমানঃ রাজধানীর বাড্ডা থানা সিএনজি অটোরিকশা মালিক সমিতির জমা বাড়ানোর প্রতিবাদে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গত ৮ অক্টোবর বুধবার সন্ধ্যায় বাড্ডা’র ডিআইটি প্রজেক্ট এলাকায় অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয়,থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দসহ অর্ধশতাধিক চালক ও শ্রমিক।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি নূর মোর্শেদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাড্ডা থানা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ মহসিন, সাধারণ সম্পাদক ফারুক, অন্যতম শ্রমিক নেতা বাবু,সদস্য সাদিকসহ রামপুরা থানা শ্রমিক ইউনিয়নের সভাপতি ছগির ও অন্যান্য নেতাকর্মীরা।
সভায় বক্তারা বলেন,মালিক সমিতির একতরফা সিদ্ধান্তে জমা বৃদ্ধি শ্রমিকদের জীবিকা ও ন্যায্য অধিকার ক্ষুণ্ন করছে। এ সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
আলোচনা শেষে সভায় সকলের সম্মতিতে তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়—
১. কোনো গ্যারেজে বিশৃঙ্খলা বা গ্যাঞ্জাম করা যাবে না।
২. কোনো মালিকের সঙ্গে অসদাচরণ বা খারাপ আচরণ করা যাবে না।
৩. কোনো গাড়ি বন্ধ রাখা যাবে না মালিকদের সঙ্গে আলোচনা করে আগের জমা পুনর্বহাল করা হবে।
শ্রমিক নেতারা আরও জানান,যদি আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান না হয়, তবে শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে বিআরটি’র মাধ্যমে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
সভায় উপস্থিত শ্রমিক ও নেতারা মালিক-শ্রমিকদের মধ্যে ঐক্য বজায় রেখে ন্যায্য দাবি আদায়ের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।