বাতিল হওয়া তিনটি মনোনয়নের মধ্যে রয়েছে ঢাকা বিভাগের আব্দুল্লাহ ফুয়াদ রেদোয়ানের মনোনয়ন। এই কারণে ঢাকা বিভাগের বাকি দুই প্রার্থী, আমিনুল ইসলাম বুলবুল এবং নাজমুল আবেদিন ফাহিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন।
রিটার্নিং অফিসার জানিয়েছেন, ক্যাটাগরি ওয়ান থেকে ১৮টি মনোনয়ন জমা পড়েছে। জেলার ও বিভাগের ২৫ জন কাউন্সিলর মনোনয়ন তুললেও শেষ পর্যন্ত শুধুমাত্র ১৮ জনই তা জমা দিয়েছেন। মনোনয়ন যাচাই-বাছাইতে কোনো সমস্যা না হলে এই ক্যাটাগরির কয়েকজন প্রার্থী ইতোমধ্যেই জেতার পথে রয়েছেন। জেলা ও বিভাগ থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হবেন তাদের নিজ নিজ বিভাগের কাউন্সিলরদের ভোটে। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দু’জন করে এবং বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর থেকে একজন করে পরিচালক নির্বাচন করা হবে।
খুলনা থেকে দুটি মনোনয়ন জমা পড়েছে—আব্দুর রাজ্জাক ও জুলফিকার আলি খান। নির্বাচনের আগ পর্যন্ত কোনো বাধা না থাকলে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। সিলেট বিভাগ থেকে একটি মনোনয়ন জমা পড়ায় রাহাত শামস সিলেটের নতুন পরিচালক হতে যাচ্ছেন।