নিউস ভয়েস অফ বাংলাদেশ অনলাইন ডেস্কঃ বুধবার (৩১ জুলাই) থেকে শনিবার (৩ আগস্ট) পর্যন্ত চার দিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। ঢাকা মহানগর ও ঢাকা জেলা, গাজীপুর মহানগর ও গাজীপুর জেলা, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় এ নিয়ম কার্যকর হবে। মঙ্গলবার (৩০ জুলাই) বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উচ্চ পর্যায়ের এক সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, সারা দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। এ কারণে কারফিউ শিথিলের সময়ও বাড়ানো হচ্ছে। অন্যান্য জেলায় কারফিউ শিথিলের বিষয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসক সময়সীমা নির্ধারণ করবেন।