মতলব উত্তর:চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কালীপুর বাজারে মঙ্গল বার(১৬ এপ্রিল) দুপুরে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট উদ্বোধন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন সানা উল্লাহ সরকার।
বক্তৃতা করেন কুমিল্লা আঞ্চলিক ব্যাবস্থাপক মোজাফ্ফর হোসেন, চাঁদপুরের আঞ্চলিক ব্যবস্থাপক শাখাওয়াত হোসেন,চাঁদপুরের এজেন্ট ব্যাংকিং সেলস ম্যানেজার রতন কবির মৃধা,লনি মিয়াজি, শাহীন,হাসেম তপাদার, খোরশেদ আলম বেপারী, ঋতু , মাসুদুর রহমান, সসুমন সরদার প্রমুখ। কোরআন তালাওয়াত করেন মাওলানা ইমাম হোসেন।