মমিনুল ইসলাম: চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশ অভিযান চালিয়ে জুয়ারী সহ ১৫ জন গ্রেফতার করেছে। মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, ৩১ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত পুলিশের বিশেষ অভিযানে সোলেমান শাহ লেংটা মাজারের ব্যাপক অভিযান পরিচালনা করে।
অভিযানে গ্রেফতারকৃতরা হলো:মোঃ নয়ন (২৮), পিতা- সুজন, সাং- দেবিক মাদ্রাসা, থানা –ফতুল্লা, জেলা- নারায়নগঞ্জ, মোঃ রবিন (২৬), পিতা- আলী আকবর, সাং- সাং- দেবিক মাদ্রাসা,থানা –ফতুল্লা, জেলা- নারায়নগঞ্জ, আফিল উদ্দিন (৪২), পিতা- এলাহী বক্স, সাং- শালিয়া, থানা- সদর, জেলা-ঝিনাইদহ, দুলাল (৩২), পিতা- আঃহামিদ, সাং-সুলতানখালি, থানা- মেলানদহ, জেলা- জামালপুর, আজরুল(১৮),. পিতা- আমিন উল্যাহ, সাং- কৃষ্ণপুর, থানা- ভেদরগঞ্জ, জেলা-শরিয়তপুর, জীবন মিয়া (১৮) ,পিতা- সানোয়ার হোসেন, সাং- বন্দর শাহী মসজিদ, থানা- বন্দর, জেলা- নারায়নগঞ্জ, মোঃ আরিফ (১৮) ,পিতা- রফিকুল ইসলাম, সাং-উত্তর খান মাদার বাড়ী, থা্না- উত্তর খান, জেলা- ঢাকা, সিরাজুল ইসলাম (১৮), পিতা-সুরুজ্জামান, সাং- ঐ, ফয়সাল (১৮), পিতা- আঃ সাত্তার মিয়া, সাং-গোবিন্দরপুর, থানা-মতলব দক্ষিণ, জেলা- চাঁদপুর, রিপন বেপারী (২৮), পিতা- ইয়ার আলী বেপারী সাং- বাখুন্ডা, বর্তমানে বেতবাড়ীয়া, থানা- কোতয়ালী, জেলা-ফরিদপুর, মোঃ রাসেল (২৫), পিতা- হাদিস মিয়া,সাং-দক্ষিণ রাজকুন্তি(বৌলাই), থানা ও জেলা- কিশোরগঞ্জ, বাবু হোসেন প্রকাশ ইসমাইল(৩০) পিতা- শুক্কুর আলী খালাসী সাং- ফুলতলা কাশিমপুর থানা- রাজৈর জেলা- মাদারীপুর, ছানা উল্যাহ (১৯), পিতা- আলতু মিয়া, সাং- কাঠালকান্দি চাতলপাহার, থানা- নাছিরনগর, জেলা-ব্রাহ্মনবাড়ীয়া মোট ১৩ জন জুয়াড়ী।
এ ছাড়া গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী মোঃ আলমগীর হোসেন ,পিতা- জামাল বেপারী, সাং- মাথাভাঙ্গা, ও মোঃ বাবুল, পিতা- মনা মোল্লা, সাং- মাথাভাঙ্গা, উভয় থানা- মতলব উত্তর, জেলা- চাঁদপুর কে গ্রেফতার করে আদালতে