মমিনুল ইসলাম: চাঁদপুরের মতলব উত্তর উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ১৫ এপ্রিল রাতে গজরা ইউনিয়ন বাসীর উদ্যোগে মঞ্চস্থ হয়েছে নাটক ভিখারীর ছেলে।
নাটকের উদ্বোধন করেন মতলব উত্তর উপজেলার ইউএনও শারমিন আকতার। প্রধান অতিথি ছিলেন উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম.এ কুদ্দুস। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শুভাশিস ঘোষ,উপজেলা সমাজ সেবা অফিসার রুহুল আমিন।সভাপতিত্ব করেন গজরা ইউপি চেয়ারম্যান হানিফ দর্জি। দৈনিক সময়ের আলোর চাঁদপুর জেলা প্রতিনিধি কামরুজ্জামান হারুনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন,আলী আকবর মাষ্টার,মোশারফ হোসেন মাষ্টার, সাংবাদিক সাইফুল ইসলাম প্রমুখ।