Newsvob.com সামাজিক দূরত্ব নিশ্চিত করে স্বাস্থ্যবিধি মেনে দোকান, মার্কেট এবং শপিং মল সীমিত আকারে খোলার অনুমতি দিয়েছে সরকার। এছাড়া রাজধানীতে ১৪টি সুনির্দিষ্ট নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সামাজিক দূরত্ব মানার বিষয়ে শপিং মলে বাস্তবায়ন করা গেলেও এই নির্দেশনা বাস্তবায়ন করা যাচ্ছে না মার্কেটে। দোকানের সামনের জায়গার পরিধি ছোট হওয়ায় অনিচ্ছাকৃতভাবেই ক্রেতা-বিক্রেতা একে অপরের কাছাকাছি চলে আসছেন। জায়গার কথা ভেবে কেউ একজনের বেশি দোকানে প্রবেশের সুযোগ না দিলেও বাইরে লেগে যাচ্ছে ছোটখাটো জটলা। দোকানের বাইরে বৃত্ত একে ঘর করা থাকলেও সেটা অনেকেই খেয়াল করছে না। রাজধানীর সায়েন্স ল্যাব, ঢাকা কলেজ, নিউমার্কেট, এলিফ্যান্ট রোড এলাকা ঘুরে এসব চিত্র দেখা গেছে।রবিবার থেকে দোকান, মার্কেট, শপিং মল খোলার অনুমতি পাওয়া গেলেও অনেকেই স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলেন