কাস্টমস কর্মকর্তার ছদ্মবেশে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন-৪ এর সদস্যরা তাদের গ্রেপ্তার করে।
র্যাব মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান জানান, আটক ব্যক্তিরা সংঘবদ্ধ প্রতারকচক্রের সদস্য। বেলা ১২টায় কাওরান বাজারের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।