নিউস ভয়েস অফ বাংলাদেশ নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় সাংবাদিকদের তিনি জানান, যাত্রীদের কোনো ভোগান্তি না হয় সে বিষয়ে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে
ডিসি মহিদুল ইসলাম বলেন, যাদের বিদেশ যাওয়ার টিকিট ও পাসপোর্ট রয়েছে, তারা বিমানবন্দরের দুটি গেটে পুলিশ সদস্যদের দেখালে প্রবেশ করতে দেওয়া হবে। কোনো ধরনের ঝামেলা পোহাতে হবে না, আমরা সহযোগিতা করছি।
তিনি আরও জানান, রাতের ফ্লাইট থাকা যাত্রীদের জন্যও একই ব্যবস্থা থাকবে। আমরা সব পুলিশ অফিসারকে বলে দিয়েছি, গেটে টিকিট আর পাসপোর্ট দেখালে যাত্রীদের প্রবেশ করতে দেবে, বলেন তিনি।
সাংবাদিকদের বিষয়ে তিনি জানান, কার্ডধারী সাংবাদিকদেরও প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে, তবে অন্য কেউ প্রবেশ করতে পারছে না।
এ সময় তিনি আরও জানান, বিমানবন্দর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পাঁচ হাজার পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। উত্তরা বিভাগের ছয়টি থানার পুলিশ ছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, র্যাব ও বিজিবির সদস্যরা যৌথভাবে কাজ করছে।
এর আগে দুপুর আড়াইটার দিকে বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন কার্গো ভিলেজ এলাকায় হঠাৎ আগুন লাগে।
খবর পেয়ে বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিটসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু করে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানিয়েছেন, বর্তমানে ঘটনাস্থলে তাদের ৩৭টি ইউনিট কাজ করছে।
প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ যাত্রী ও সংশ্লিষ্ট সবাইকে নিরাপদে থাকার এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিমানবন্দর এলাকায় অপ্রয়োজনে ভিড় না করার অনুরোধ জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে, অগ্নিনির্বাপণ কার্যক্রম শেষ হলে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে।
জে/খা