Newsvob.com.: আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ঘাড়ে চেপে বসেছে প্রবল শৈত্যঝড়। বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটি যুক্তরাষ্ট্র ও কানাডায় ঠান্ডা এবং প্রবল তুষারপাতের কারণে সংঘটিত বিভিন্ন দুর্ঘটনায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বৈরি আবহাওয়ার কারণে নাগরিকরা ঘর থেকে বের হতে পারছেন না। নিউইয়র্কের গভর্নর ক্যাথি হচুল বলেন, নিউইয়র্কের পশ্চিমাঞ্চলে ঝড়ের আঘাত বেশি অনুভূত হচ্ছে। এই সুযোগে বেশ কিছু এলাকায় লুটপাটের খবরও পাওয়া গেছে। জরুরি যানবাহন দিয়ে রাস্তা বন্ধ রাখা হয়েছে। বাফেলো শহরের পুলিশ জানিয়েছে, শহরটিতে যে দশজনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে কয়েকজনকে গাড়ির ভেতর ও তুষারাবৃত রাস্তা থেকে মৃত অবস্থায় পাওয়া গেছে। বাফেলো ছাড়াও ভেরমন্ট, ওহাইও, মিসৌরি, উইসকনসিন, কানসাস ও কলোরাডোতে ঝড়- ঠান্ডায় অনেকের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি ঠান্ডা পড়েছে পশ্চিমাঞ্চলের রাজ্য মন্টানাতে। সেখানে তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াসেরও নিচে নেমে গেছে।