ঢাকা, বুধবার, ০৯ জানুয়ারি’১৯:
একাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টির মনোনীত সংরক্ষিত মহিলা আসনে চার জনকে মনোনয়ন দিয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ। আজ ০৯ জানুয়ারী জাতীয় পার্টির চেয়ানম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এই মনোনয়ন পত্রে স্বাক্ষর করেছেন। ইতোমধ্যেই মনোয়ন পত্রটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য জাতীয় সংসদের স্পীকার বরাবরে পাঠানো হয়েছে।
সংরক্ষিত মহিলা আসনে জাতীয় পার্টি মনোনীতরা হচ্ছেন-
০১. পারভীন ওসমান (নারায়নগঞ্জ),
০২. ডাঃ শাহীনা আক্তার (কুঁড়িগ্রাম),
০৩. নাজমা আখতার ফেনী),
০৪. মনিকা আলম (ঝিনাইদহ)।