1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১০:৫৯ অপরাহ্ন
সবশেষ সংবাদ :
ফেসবুকে লোভনীয় চাকুরী, ট্যালেন্ট হান্টিং ও মডেলিং এর বিজ্ঞাপন দিয়ে তরুণীদের ব্ল্যাক মেইল করে অসামাজিক কাজে বাধ্য করানোর সিন্ডিকেটের মূলহোতাসহ গ্রেপ্তার ৮ পরীমনির সঙ্গে রাত্রি যাপনে চাকরি হারালেন এডিসি সাকলায়েন পরীমনির সঙ্গে রাত্রিযাপনে এডিসি সাকলায়েনকে অবসরে পাঠানোর সুপারিশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতিতে ক্র্যাবের উদ্বেগ প্রকাশ ছাগলকাণ্ড: মতিউর ও তার স্ত্রী-সন্তানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আছাদুজ্জামান মিয়ার তথ্য ফাঁস করে এক এডিসি সাময়িক বরখাস্ত পুলিশকে ঢালাওভাবে আক্রমণ করছে, সেনাবাহিনীর বিরুদ্ধেও সেই মতলব আছে’ প্রধানমন্ত্রী দুই দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি পৌঁছেছেন বেনজীরকে আর সময় দেওয়া হবে না: দুদক আইনজীবী পুলিশকে নিয়ে সংবাদ প্রকাশে সতর্কতা চায় পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন

বিএনপির ‘দুর্বলতা’য় হতবাক কাদের

প্রতিনিধির নাম
  • আপডেট এর সময় মঙ্গলবার, ১ জানুয়ারী, ২০১৯
  • ৩৭ বার দেখা হয়েছে

রবিবারের ভোটকে বিএনপি কারচুপি বললেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন জনজোয়ার। বলেছেন, ১৯৫৪ এবং ১৯৭০ সালে যেমন জোয়ার ছিল আওয়ামী লীগের, এবারও ছিল তাই।
মঙ্গলবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন ক্ষমতাসীন দলের নেতা। একাদশ সংসদ নির্বাচনে কাদের লড়াই করেন নোয়াখালী-৫ আসন থেকে। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন হুসেইন মুহম্মদ এরশাদ সরকারের প্রধানমন্ত্রী ও পরে বিএনপির আইনমন্ত্রী মওদুদ আহমদ। তিনি জামানত হারান কাদেরের কাছে।
এবারের নির্বাচনে আওয়ামী লীগ ১৯৭৩ সালের চেয়েও বেশি হারে ভোট পেয়েছে। অন্যদিকে বিএনপির পক্ষে ভোট পড়েছে অবিশ্বাস্য রকম কম। আওয়ামী লীগ যেখানে ৭৭ শতাংশের বেশি ভোট পেয়েছে, সেখানে বিএনপির পক্ষে পড়েছে সাড়ে ১২ শতাংশের মতো।

ওবায়দুল কাদের বলেন, ‘আমি অবাক হয়েছি, এত বড় দল বিএনপি যার কোন সাংগঠনিক অবকাঠামোই নেই। তারা যে আন্দোলন করতে পারেনি, সাংগঠনিক কাঠামোতে দুর্বলতা, এটাই ছিল বড় কারণ। এবারকার নির্বাচনে দেখা গেছে, তারা তাদের সেই সাংগঠনিক শক্তিটা প্রদর্শন করতে পারেনি।’

‘তাদের (বিএনপি) অবস্থা এতই দুর্বল, নড়বড়ে সংগঠন, যে তারা বিভিন্ন কেন্দ্রে, তাদের মধ্যে যাদেরকে হেভিওয়েট বলা হয় তারাও নিজেদের কেন্দ্রে এজেন্ট দিতে পারেনি।’

‘আপনি এজেন্ট  দিবেন না, তাহলে নির্বাচনে অংশগ্রহণের কী প্রয়োজন ছিল? আপনি ব্যানার পোস্টার করবেন না কেন? যদি নির্বাচনে অংশগ্রহণ করবেন তাহলে প্রচারে পিছিয়ে ছিলেন কেন।’

আওয়ামী লীগ নেতা বলেন, ‘সারা দেশে যে গণজোয়ার, ৭০ সালের পর আমরা এমন জোয়ার দেখিনি। ৭০ সাল, ৫৪ সালের নির্বাচনের ফলাফলটা যেমনটা নৌকার পক্ষে হয়েছিল এবারও সেরকমটাই হয়েছে।’

বিএনপির অভিযোগ, তাদের এজেন্টদেরকে কেন্দ্রে যেতে দেওয়া হয়নি। তবে কাদের বলেন, তারা এজেন্ট দিতেই পারেনি। বলেন, ‘এজেন্ট না দিতে পারলে ভোটের ফলাফলের প্রতিক্রিয়া তো এমন হবেই। আমরা তো তাদেরকে অনুরোধ করেও এজেন্ট দেওয়ার ব্যবস্থা করতে পারিনি। কোথাও তাদের পোস্টার নেই, ব্যানার নেই। এগুলো কিসের লক্ষণ? নির্বাচনে হারার আগেই তারা হাল ছেড়ে দিয়েছেন, তাহলে নির্বাচন করবে কেমন করে?’

নির্বাচন করার মতো কোন প্রস্তুতিই বিএনপির মধ্যে ছিল না বলেও মনে করেন কাদের। বলেন, ‘তবে মওদুদ আহমেদ সাহেরে সঙ্গে এমন জয় আমি আশা করিনি। আমি ভাবছিলাম তিনি থাকবেন, উনার এজেন্টরা থাকবেন, তাহলে তো ভোটের ব্যবধানটা অনেক কমে যেত। এত ব্যবধান হতো না।’

‘জন রায়কে অসম্মান করবেন না’

ধানের শীষ প্রতীক নিয়ে জেতা নেতাদেরকে শপথ নেওয়ারও আহ্বান জানান কাদের। বলেন, ‘আমি এখনও মনে করি তারা জনগণের রায়কে অপমান করবে না। … যে কয়জন নির্বাচিত হয়েছে তারা জনগণের রায়ে নির্বাচিত হয়েছেন।’
বিএনপি আন্দোলন করার মতো অবস্থানে নেই বলেও মনে করেন কাদের। বলেন, ‘গতকাল (সোমবার) সংবাদ সম্মেলনে তাদের নেতাদের চেহারার দিকে তাকিয়ে দেখেছেন? এত নার্ভাস, তারা হতাশায় ভেঙে পরেছেন। নেতারাই হতাশায় ভেঙে পরেছেন, কর্মীরা কীভাবে আশাবাদী হবে? কর্মীদের মধ্যে কীভাবে গতি পাবে?’

‘আন্দোলন করতে হলে সেরকম চেতনা দরকার, মানসিকতা, প্রস্তুতি দরকার। সেই প্রস্তুতিটা তাদের মধ্যে আছে বলে মনে হয় না। যদি থাকতো তাহলে সারা দেশে  তাৎক্ষণিক একটা মিছিল করতে পারত, এরকমটাও দেখলাম না।’
‘বিএনপি নেত্রী জেলে তার পরেও তারা কোন সাংগঠনিক শক্তি প্রদর্শন করতে পারেনি। যা তারা এতদিন করতে পারেনি, এখন তাদের আরও ভাঙাহাট। এই ভাঙাহাট নিয়ে নতুন করে কোনো আন্দোলনের সক্ষমতা অর্জন করবে এটা ভাবার কোন কারণ নেই।’

এর আগে সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে শ্রদ্ধা জানান কাদের। সেখানে তিনি ঐক্যফ্রন্টের পুনর্নির্বাচনের দাবির প্রতিক্রিয়ায় বলেন, ‘এটা কি মামা বাড়ির আবদার? যা কখনো পূরণ হবে না।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © News Voice of Bangla
Theme Customized BY LatestNews