1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
শনিবার, ০৬ জুলাই ২০২৪, ০৩:২০ অপরাহ্ন
সবশেষ সংবাদ :
ফেসবুকে লোভনীয় চাকুরী, ট্যালেন্ট হান্টিং ও মডেলিং এর বিজ্ঞাপন দিয়ে তরুণীদের ব্ল্যাক মেইল করে অসামাজিক কাজে বাধ্য করানোর সিন্ডিকেটের মূলহোতাসহ গ্রেপ্তার ৮ পরীমনির সঙ্গে রাত্রি যাপনে চাকরি হারালেন এডিসি সাকলায়েন পরীমনির সঙ্গে রাত্রিযাপনে এডিসি সাকলায়েনকে অবসরে পাঠানোর সুপারিশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতিতে ক্র্যাবের উদ্বেগ প্রকাশ ছাগলকাণ্ড: মতিউর ও তার স্ত্রী-সন্তানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আছাদুজ্জামান মিয়ার তথ্য ফাঁস করে এক এডিসি সাময়িক বরখাস্ত পুলিশকে ঢালাওভাবে আক্রমণ করছে, সেনাবাহিনীর বিরুদ্ধেও সেই মতলব আছে’ প্রধানমন্ত্রী দুই দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি পৌঁছেছেন বেনজীরকে আর সময় দেওয়া হবে না: দুদক আইনজীবী পুলিশকে নিয়ে সংবাদ প্রকাশে সতর্কতা চায় পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন

হেরেও সেমিতে টটেনহ্যাম

প্রতিনিধির নাম
  • আপডেট এর সময় বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৯
  • ৩৭ বার দেখা হয়েছে

ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের প্রথম ২১ মিনিটেই ৫ গোল! চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এত কম সময়ে ৫ গোল অতীতে কখনও হয়নি। শ্বাসরুদ্ধকর এই লড়াইয়ে হেরেও সেমি ফাইনালে উঠল টটেনহ্যাম হটস্পার।

বুধবার রাতে শেষ আটের ফিরতি পর্বে ৪-৩ গোলে জিতেছে ম্যানচেস্টার সিটি। প্রথম লেগে টটেনহ্যামের কাছে তাদের ডেরায় ০-১ গোলে হারতে হয়েছিল সিটিকে৷ ফলে দুই লেগ মিলিয়ে স্কোরলাইন দাঁড়ায় ৪-৪। কিন্তু প্রতিপক্ষের মাঠে গোল করায় শেষ চারের টিকেট পায় টটেনহ্যাম।

ইতিহাদ স্টেডিয়ামে গোল উৎসবের শুরু ম্যাচের চতুর্থ মিনিটে। সতীর্থের সঙ্গে একবার বল দেওয়া নেওয়া করে ডি-বক্সে রক্ষণচেরা পাস বাড়ান কেভিন ডি ব্রুইনে। জায়গা বানিয়ে ডান পায়ের জোরালো শটে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন রাহিম স্টার্লিং।

কিন্তু এর পরেই গোল শোধ করে মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা। আক্রমণ রুখতে গিয়ে ফরাসি ডিফেন্ডার এমেরিক লাপোর্ত বল ঠেলে দেন হিউং-মিনের পায়ে। ডি-বক্সের বাইরে থেকে তার নেওয়া নিচু সোজাসুজি শট গোলরক্ষক এদেরসনের পায়ে লেগে ভিতরে ঢোকে।

এর ঠিক ৩ মিনিট পর সন হিউংই নিজের দ্বিতীয় গোল করে লিড এনে দেন টটেনহ্যামকে৷ তবে পরের মিনিটে সার্জিও আগুয়েরোর পাস থেকে ম্যানসিটিকে সমতায় ফেরান সিলভা৷

আর ম্যাচের ২১তম মিনিটে ডি’ব্রুইনের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন স্টার্লিং৷ ফলে প্রথমার্ধে স্কোরলাইন ছিল সিটির অনুকূলে ৩-২৷

বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৯তম মিনিটে ডি’ব্রুইনের পাস থেকে গোল করেন আগুয়েরো৷ কিন্তু ম্যাচের ৭৩তম মিনিটে সিটির জালে বল জড়িয়ে স্কোর-লাইন ৪-৩ করেন লরেন্তে৷

ম্যাচের বাকি সময়ে স্কোরলাইনে কোনও পরিবর্তন হয়নি। ফলে ম্যাচ শেষে সিটি খেলোয়াড়দের চোখে মুখে ছিল হতাশা, কারও চোখে পানি। কারণ দুর্দান্ত এ জয়ের পরও যে বিদায় নিতে হলো ইউরোপ সেরার মঞ্চ থেকে।

সূত্র: লাইভস্কোর ডটকম

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © News Voice of Bangla
Theme Customized BY LatestNews