1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
সোমবার, ০১ জুলাই ২০২৪, ১১:৪৪ অপরাহ্ন
সবশেষ সংবাদ :
ফেসবুকে লোভনীয় চাকুরী, ট্যালেন্ট হান্টিং ও মডেলিং এর বিজ্ঞাপন দিয়ে তরুণীদের ব্ল্যাক মেইল করে অসামাজিক কাজে বাধ্য করানোর সিন্ডিকেটের মূলহোতাসহ গ্রেপ্তার ৮ পরীমনির সঙ্গে রাত্রি যাপনে চাকরি হারালেন এডিসি সাকলায়েন পরীমনির সঙ্গে রাত্রিযাপনে এডিসি সাকলায়েনকে অবসরে পাঠানোর সুপারিশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতিতে ক্র্যাবের উদ্বেগ প্রকাশ ছাগলকাণ্ড: মতিউর ও তার স্ত্রী-সন্তানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আছাদুজ্জামান মিয়ার তথ্য ফাঁস করে এক এডিসি সাময়িক বরখাস্ত পুলিশকে ঢালাওভাবে আক্রমণ করছে, সেনাবাহিনীর বিরুদ্ধেও সেই মতলব আছে’ প্রধানমন্ত্রী দুই দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি পৌঁছেছেন বেনজীরকে আর সময় দেওয়া হবে না: দুদক আইনজীবী পুলিশকে নিয়ে সংবাদ প্রকাশে সতর্কতা চায় পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন

খুলনার অধিনায়ক হলেন মাহমুদউল্লাহ

প্রতিনিধির নাম
  • আপডেট এর সময় মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০
  • ৭৮ বার দেখা হয়েছে

Newsvob.com.: অনলাইন ডেস্ক :  সাকিব ও মাহমুদউল্লাহ একই দলে, জেমকন খুলনা। আসন্ন বঙ্গবন্ধু টি-২০ কাপে কে হবেন এই দলের অধিনায়ক, তা নিয়ে ছিল জল্পনা-কল্পনা। তবে সব ধোঁয়াশা দূর হয়েছে মঙ্গলবার। সাকিব নয়, জেমকন খুলনার অধিনায়কের দায়িত্ব পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদই।

কিছুদিন ধরেই করোনা আক্রান্ত ছিলেন মাহমুদউল্লাহ। গত সোমবার করোনা টেস্টে তার ফল আসে নেগেটিভ। ফলে মাঠে ফিরতে এখন বেশ উদগ্রীব তারকা অলরাউন্ডার। অধিনায়ক হিসাবে জেমকন খুলনার মুখ উজ্জ্বল করতে চান তিনি।

জেমকন স্পোর্টসের ম্যানেজিং ডিরেক্টর কাজী ইনাম জানান, ‘জেমকন খুলনা আসন্ন বঙ্গবন্ধু টি-২০ কাপে অংশ নিচ্ছে, এতে বেশ খুশি আমরা। আমরা বেশ রোমাঞ্চিত, কারণ সাকিব ও মাহমুদউল্লাহ দুজনেই আছেন আমাদের দলে। মাহমুদউল্লাহ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-২০ক্যাপ্টেন। তিনিই জেমকন খুলনার অধিনায়ক হিসাবে দায়িত্ব পালন করবেন। তিনি আগেও খুলনার হয়ে তিনবার দলকে নেতৃত্ব দিয়েছেন। আমরা চ্যাম্পিয়নের লক্ষ্যেই খেলব এই টুর্নামেন্টে।’

খুলনায় ফিরে আসতে পেরে খুশি মাহমুদউল্লাহ রিয়াদও। তিনি বলেন, ‘গতকাল (সোমবার) আমার কোভিড টেস্ট নেগেটিভ এসেছে। আমি মাঠে ফিরতে উদগ্রীহ হয়ে আছি। আমি ধন্যবাদ দিতে চাই কাজী ইনাম আহমেদকে, যিনি আমার উপর আস্থা রেখেছেন আবারো আমাকে অধিনায়ক করে। আমি এর আগে তিন আসর খেলেছি এই দলের হয়ে। আবার ঘরে ফিরতে পেরে বেশ রোমাঞ্চিত আমি।’

জেকমন খুলনার স্কোয়াড নিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘দলের কথা বলতে গেলে, দারুণ ভারসাম্যপূর্ণ একটা দল হয়েছে আমাদের। পেস বোলিংয়ে আক্রমণভাগ দারুণ। যেখানে আছেন শফিউল ইসলাম, আল আমিন, তরুণ হাসান মাহমুদ। সাকিব আল হাসান ও রিশাদ হোসেনের বোলিং বৈচিত্র্য আনবে আক্রমণে। আমরা সবাই টিম হিসেবে খেলতে পারলে জার্নিটা ভালোই হবে।’

দলের ব্যাটিং প্রসঙ্গে মাহমুদউল্লাহ বলেন, ‘অভিজ্ঞদের দিয়েই বলতে গেলে ব্যাটিং লাইনআপ। আছেন এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, সাকিব, জহুরুল ইসলাম এবং আমি। মাঝে আছেন আরিফুল হক ও শুভাগত হোম। সব মিলিয়ে এই দল নিয়ে আমি বেশ খুশি। আমি ধন্যবাদ দিতে চাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এই করোনা কালেও দারুণ একটা টুর্নামেন্ট আয়োজন করার জন্য। এই টুর্নামেন্ট আমাদের ক্রিকেটারদের জন্য অনেক সুখকর।’

আগামী ২৪ নভেম্বর থেকে মাঠে গড়াবে বঙ্গবন্ধু টি-২০ কাপ। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে জেমকন খুলনা। যেখানে তাদের প্রতিপক্ষ ফরচুন বরিশাল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © News Voice of Bangla
Theme Customized BY LatestNews