1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১০:৩৬ অপরাহ্ন
সবশেষ সংবাদ :
ফেসবুকে লোভনীয় চাকুরী, ট্যালেন্ট হান্টিং ও মডেলিং এর বিজ্ঞাপন দিয়ে তরুণীদের ব্ল্যাক মেইল করে অসামাজিক কাজে বাধ্য করানোর সিন্ডিকেটের মূলহোতাসহ গ্রেপ্তার ৮ পরীমনির সঙ্গে রাত্রি যাপনে চাকরি হারালেন এডিসি সাকলায়েন পরীমনির সঙ্গে রাত্রিযাপনে এডিসি সাকলায়েনকে অবসরে পাঠানোর সুপারিশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতিতে ক্র্যাবের উদ্বেগ প্রকাশ ছাগলকাণ্ড: মতিউর ও তার স্ত্রী-সন্তানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আছাদুজ্জামান মিয়ার তথ্য ফাঁস করে এক এডিসি সাময়িক বরখাস্ত পুলিশকে ঢালাওভাবে আক্রমণ করছে, সেনাবাহিনীর বিরুদ্ধেও সেই মতলব আছে’ প্রধানমন্ত্রী দুই দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি পৌঁছেছেন বেনজীরকে আর সময় দেওয়া হবে না: দুদক আইনজীবী পুলিশকে নিয়ে সংবাদ প্রকাশে সতর্কতা চায় পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন

পীরের বিরুদ্ধে সংবাদ ঠেকাতে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট এর সময় শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ৭৬ বার দেখা হয়েছে

 নিউস ভয়েস অফ বাংলাদেশ অনলাইন ডেস্কঃ       রাজারবাগ দরবার শরীফের পীর দিল্লুর রহমান ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে সংবাদ ঠেকাতে মামলাকে ‘হাতিয়ার’ হিসেবে ব্যবহারের অভিযোগ উঠেছে। এ পর্যন্ত ১০ জন সাংবাদিকের বিরুদ্ধে বিভিন্ন আইনে মামলা করেছেন পীরের অনুসারীরা।

সর্বশেষ বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে সংবাদ প্রকাশ করায় নিজস্ব প্রতিবেদক অধরা ইয়াসমিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে চট্টগ্রামে মামলা হয়েছে। এছাড়া নাগরিক টিভির সিনিয়র রিপোর্টার ফারাহ হোসাইন বিলকিসকেও রিপোর্টের কারণে হুমকি দেওয়া হয়েছে। সাংবাদিক অধরা ইয়াসমিনকে হয়রানি ও ভয়-ভীতি প্রদর্শন বন্ধে জরুরি ভিত্তিতে হস্তক্ষেপ কামনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি যৌথ চিঠি পাঠিয়েছে সংবাদমাধ্যমের স্বাধীনতা ও মানবাধিকার নিয়ে কাজ করা ১৯টি দেশি ও বিদেশি সংগঠন।

এছাড়া বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটি মানববন্ধন ও সমাবেশ করে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে। গত ২৯ এপ্রিল ‘হালাল মামলার ফাঁদ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রচার করে আরটিভি। প্রতিবেদনে রাজধানীর রাজারবাগ দরবার শরীফের পীর দিল্লুর রহমান ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে মামলাবাজি, সারাদেশে অসংখ্য মানুষকে হয়রানি, জমি দখলসহ বিভিন্ন অপরাধের অভিযোগ তুলে ধরা হয়। এতে ক্ষিপ্ত হয়ে অধরার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন রাজারবাগ পীরের সিন্ডিকেটের অন্যতম প্রধান সহযোগী শাকেরুল কবির।

যিনি মামলা করেছেন তার বিরুদ্ধেই মামলাবাজি, জমি দখল, নারীপাচারসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। এসব অভিযোগে তাকে কয়েকবার কারাবাসও করতে হয়েছে। গত ১৩ মে চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে অধরার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে এই মামলা হয়। আদালত ওইদিনই মামলাটি আমলে নিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) নোয়াখালী জেলা ইউনিটকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। ১০ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম আরটিভিতে চিঠি দেয়ার পর বিষয়টি সামনে আসে।

ওই চিঠিতে মামলার তদন্ত কর্মকর্তা ও নোয়াখালী জেলা সিআইডির পরিদর্শক রফিকুল ইসলাম বিবাদী অধরা ইয়াসমিনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ১৪ জুলাই নোয়াখালী জেলা সিআইডি কার্যালয়ে হাজির থাকতে বলেন। অধরা সব তথ্য-উপাত্ত নিয়ে হাজিরা দিলেও এখন পর্যন্ত ওই মামলার কোন রিপোর্ট দেয়নি সিআইডি।

তদন্তের অগ্রগতি জানতে চাইলে নোয়াখালী জেলা সিআইডির পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, “মামলার ঘটনাস্থল দেখানো হয়েছে চট্টগ্রাম নগরের বায়েজিদ বেস্তামী থানা এলাকায়। বাদীর বাড়ি নোয়াখালীতে। এজন্য হয়ত এখানে তদন্তে আসছে। গত জুন মাসে মামলার নথি হাতে পেয়েছি। বিবাদীর সঙ্গেও কথা হয়েছে। মামলাটি এখন তদন্ত পর্যায়ে আছে। কিছু কাজ এখনও বাকি রয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যেই রিপোর্ট দেওয়া হবে।”

মামলার পাশাপাশি অধরা ইয়াসমিনকে নানাভাবে হুমকি দেওয়া হয়। হুমকির বিষয়ে জানতে চাইলে অধরা ইয়াসমিন বলেন, “২৯ এপ্রিল রাজারবাগ পীর সিন্ডিকেটের অপকর্ম নিয়ে অপরাধবিষয়ক প্রতিবেদন করেছিলাম। সে সময় নিউজটা নিয়ে খুব আলোচনা হয়েছিল। রাজারবাগের পক্ষ থেকেও নিউজ না করার জন্য খুব চাপ দেওয়া হয়। কিন্তু নিউজ হওয়ার পর রাজারবাগ দরবার শরীফের মুরিদ মামলাবাজ সিন্ডিকেটের মূলহোতা শাকেরুল কবির মামলাটি করেছে। এরপর থেকে ওরা আমাকে ফলো করেছে দীর্ঘদিন। আমি স্কুটি চালাই। ডানে ফাঁকা থাকার পরও অনেক গাড়ি আমাকে বামে চাপ দেওয়ার চেষ্টা করেছে। ফলে অনেকদিন আমি স্কুটি চালাইনি। পাবলিক বাসে যাতায়াত করেছি। সেখানেও একদিন বাস থেকে নামার পর দুইজন লোক পেছন থেকে হুমকি দিয়ে চলে যায়। এভাবে ওরা অনেকদিন ধরে আমাকে হয়রানি করেছে। সব প্রমাণাদি নিয়ে আমি সম্পূর্ণ প্রতিবেদনটি তৈরি করেছি, যার সব ডকুমন্টে আমি সিআইডিকে দিয়েছি।”

হাইকোর্টের আদেশে জাতীয় মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ও সিআইডি পীরের বিরুদ্ধে তদন্ত করছে। আদালতে দাখিল করা কাউন্টার টেরোরিজম ইউনিটের রিপোর্টে পীরের কার্যক্রমের সঙ্গে জঙ্গি কার্যক্রমের সাদৃশ্য থাকার কথা বলা হয়েছে। আমাকে দীর্ঘদিন হুমকি দেয়া হয়েছে: অধরা ইয়াসমিন অধরার বিরুদ্ধে মামলার বিষয়টি প্রকাশ পাওয়ার পরই রাজধানীর কারওয়ান বাজারে সার্ক ফোয়ারা মোড়ে ‘আমরা গণমাধ্যমকর্মী’ ব্যানারে এক মানববন্ধন হয়।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি সোহেল হায়দার চৌধুরী বলেন, “সরকার বলছে, দেশের গণমাধ্যম সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে। দেশের গণমাধ্যম এই অর্থে স্বাধীনতা ভোগ করছে যে, আগে চ্যানেল ছিল ১টি বা ২টি, সেখানে এখন ৪০টি চ্যানেল এবং সংবাদপত্র ১ হাজার ২০০টিরও বেশি। সংখ্যার দিক থেকে স্বাধীনতা ভোগ করছে। কিন্তু গুণ ও মানের দিক থেকে এখনো সংকোচন নীতি চলছে।” ঢাকা রিপোর্টার্স ইউনিট (ডিআরইউ)-র সভাপতি মোরসালিন নোমানী বলেন, “রাজারবাগের পীর ধারাবাহিকভাবে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দিয়ে যাচ্ছেন।

এ পর্যন্ত অন্তত ১০ জন সাংবাদিকের বিরুদ্ধে তিনি মামলা করেছেন। এই পীরের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও স্মারকলিপি দেওয়া হয়েছিল। তিনি সাংবাদিকদের অনুরোধ করেন অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে এই পীরের অপকর্ম তুলে ধরতে। অথচ এখন মামলা দেওয়া হচ্ছে।” পীরের দুর্নীতি নিয়ে গত ২৩ ও ২৪ আগস্ট দুই পর্বের রিপোর্ট করেছেন নাগরিক টিভির সিনিয়র রিপোর্টার ফারাহ হোসাইন বিলকিস।তিনি বলেন, “রিপোর্ট করতে গিয়েই আমি তাদের হুমকির মধ্যে পড়ি। আমার ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে আমার অফিসে এসে নিউজ বন্ধ করার জন্য ঊর্ধ্বতনদের চাপ দেয়। তারপরও নিউজ দু’টি অনএয়ার হয়েছে।

সূত্র : ডয়চে ভেলে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © News Voice of Bangla
Theme Customized BY LatestNews