1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ১২:৪১ পূর্বাহ্ন
সবশেষ সংবাদ :
ফেসবুকে লোভনীয় চাকুরী, ট্যালেন্ট হান্টিং ও মডেলিং এর বিজ্ঞাপন দিয়ে তরুণীদের ব্ল্যাক মেইল করে অসামাজিক কাজে বাধ্য করানোর সিন্ডিকেটের মূলহোতাসহ গ্রেপ্তার ৮ পরীমনির সঙ্গে রাত্রি যাপনে চাকরি হারালেন এডিসি সাকলায়েন পরীমনির সঙ্গে রাত্রিযাপনে এডিসি সাকলায়েনকে অবসরে পাঠানোর সুপারিশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতিতে ক্র্যাবের উদ্বেগ প্রকাশ ছাগলকাণ্ড: মতিউর ও তার স্ত্রী-সন্তানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আছাদুজ্জামান মিয়ার তথ্য ফাঁস করে এক এডিসি সাময়িক বরখাস্ত পুলিশকে ঢালাওভাবে আক্রমণ করছে, সেনাবাহিনীর বিরুদ্ধেও সেই মতলব আছে’ প্রধানমন্ত্রী দুই দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি পৌঁছেছেন বেনজীরকে আর সময় দেওয়া হবে না: দুদক আইনজীবী পুলিশকে নিয়ে সংবাদ প্রকাশে সতর্কতা চায় পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন

বিপুল পরিমান অবৈধ অস্ত্র ও গোলাবরুদ উদ্ধারসহ ০৭ (সাত) জন আসামী গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট এর সময় রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ৫৪ বার দেখা হয়েছে

নিউস ভয়েস অফ বাংলাদেশ ,  জালাল খান  :  আজ  রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে  জানায়, গত ১৮/০৩/২০২৪ খ্রিঃ তারিখ ডিএমপি ঢাকার ভাটারা থানাধীন জোয়ারসাহারাস্থ খাপাড়া এলাকায় ডিওএইচএস সোসাইটির রিক্সার নম্বর প্লেটকে কেন্দ্র কথা কাটাকাটি হয়।

উক্ত ঘটনার জের ধরে উপরোক্ত আসামীগণ মোঃ রুবেল হোসেন এর উপর দেশী ও বিদেশী অস্ত্রশস্ত্র নিয়া আক্রমন করে। উক্ত সময় ১ নং আসামী মোঃ রাশেদুজ্জামান খান রাজু বাসা হতে বাহির হয়ে প্রকাশ্য দিবালোকে ফাঁকা গুলি ছোড়ে। অপর অস্ত্রধারী আসামী রকিব হোসেন মুন্না হত্যার উদ্দেশ্যে মোঃ রুবেল হোসেনকে লক্ষ্য করে গুলি করলে তার ডান পায়ের উরুতে লেগে গুরুতর জখমপ্রাপ্ত হয়।

অতঃপর অস্ত্রধারী আসামীগণ সহ অন্যান্য আসামীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। উক্ত ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতার ও ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধারের লক্ষ্যে গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যে ও প্রযুক্তিগত সহায়তায় ঢাকা মহানগরসহ গাজীপুর জেলা, মাদারীপুর জেলা ও দিনাজপুর জেলার বিভিন্ন স্থনে অভিযান পরিচালনা করে উপরোক্ত আসামীদের গ্রেফতার করা হয়।

ধৃত আসামীদের দেওয়া তথ্যের ভিত্তিতে ও দেখানোমতে গত-২৩/০৩/২০২৪খ্রি.অনুমান ১৬:৩০ ঘটিকার সময় ভাটারা থানাধীন জোয়ারসাহারাস্থ খাপাড়া রাজুদের পারিবারিক কবরস্থানের বিপরীতে লোহার গেটের ভেতর রাজুর মালিকানাধীন পাকা বাথরুমের তালা ভেঙ্গে তল্লাশি করে ২(দুই) টি বিদেশী পিস্তল, ১ (এক)টি বিদেশী রিভলভার, ১ (এক) টি বিদেশী শর্টগান, ০১(এক)টি পুরাতন রিভলবার যাহার যন্ত্রাংশ খোলা ও ভাঙ্গা, ০১ (এক) টি ৯এমএম পিস্তল যাহা পুরাতন ও ভাঙ্গা, ৭৫(পঁচাত্তর) রাউন্ড গুলি, ০২(দুই) রাউন্ড শর্টগানের কার্তুজ, ২১০ (দুইশত দশ) রাউন্ড গুলির খোসা, ০৫ (পাঁচ) টি পুরাতন ম্যাগাজিন, ৪০গ্রাম বারুদ সদৃশ্য পদার্থ, ৬০ (ষাট) পিস বিভিন্ন অস্ত্রের ক্ষুদ্র যন্ত্রাংশ উদ্ধার করা হয়। উক্ত ঘটনায় ভাটারা থানার মামলা নং-৬০, তারিখ-২৪/০৩/২০২৪খ্রি., ১৮৭৮ সনের অস্ত্র আইনের 19-A ধারা রুজু করা হয়েছে।
ধৃত আসামীরা উদ্ধারকৃত অবৈধ অস্ত্র দ্বারা বিভিন্ন ধরণের চাঁদাবাজি, টেন্ডারবাজি, এলাকায় আধিপত্য বিস্তারসহ নানা ধরণের অপরাধমূলক কর্মকান্ডে উক্ত অস্ত্রসমূহ প্রদর্শণী হিসেবে ব্যবহার করত।

১) সূত্র : ডিএমপি এর ভাটারা থানার এফআইআর নং-৬০, তারিখ-২৪ মার্চ ২০২৪ খ্রি. ১৮৭৮ সনের অস্ত্র আইনের 19-A ধারা।
২) ঘটনাস্থল : ভাটারা থানাধীন জোয়ার সাহারাস্থ খাপাড়া রাজুদের পারিবারীক কবরস্থান এর বিপরীতে লোহার গেটের ভিতরে অবস্থিত রাজুর মালিকানাধীন পাকা বাথরুম।
৩) ঘটনার তারিখ ও সময় : ২৩ মার্চ ২০২৪খ্রি. সময়: ১৬:৩০ ঘটিকা।
৫) আসামীদের নাম ও ঠিকানা :
(১) রাশেদুজ্জামান খান রাজু(৩৫),পিতা-মৃত আমান খান, মাতা-রাবেয়া আমান, স্থায়ী ঠিকানা-সাং-ক/১০৪/৫, খাপাড়া, জোয়ারসাহারা, জমজরোড, থানা-ভাটারা, ঢাকা,
(২) রকিব হোসেন মুন্না (৩২), পিতা-শামীম হোসেন, মাতা-রোকেয়া বেগম, স্থায়ী ঠিকানা-সাং-ক/৯৩,খাপাড়া, জোয়ারসাহারা জমজ রোড, থানা-ভাটারা, ঢাকা
(৩) মোঃ শারিকুল ইসলাম খান (৪৫), পিতা-মৃত শরীয়ত খান, মাতা-মোছাঃ সালমা বেগম, বাসা-ক/৮৪/১/এ, মোল্লাপাড়া, জোয়ারসাহারা, থানা-ভাটারা, ঢাকা,
(৪) মোঃ আজিম পাটোয়ারী (৩৪), পিতা-বদিউজ্জামান পাটোয়ারী ওরফে জামাল পাটোয়ারী, মাতা-মোছাঃ রোকেয়া বেগম, সাং-ছোট সুন্দর, থানা-সদর, জেলা-চাঁদপুর, বর্তমানে-সাং ক/১১১, জোয়ারসাহারা, থানা-ভাটারা, ঢাকা,
(৫) মোঃ মাহবুব খান (৩৫), পিতা-শুকুর মাহমুদ, মাতা-মিনারা বেগম, স্থায়ী ঠিকানা-সাং-ক/৮৪,মোল্লাবাড়ী, মহিউদ্দিন মোল্লা এর বাসার ভাড়াটিয়া, জোয়ার সাহারা, থানা-ভাটারা, ঢাকা,
৬) শরীফ খান (৩৩) পিতা-মৃত আক্কাস খান, মাতা-মৃত শেফালি বেগম সাং-ক/১১১, জোয়ারসাহারা, থানা-ভাটারা, ঢাকা
৭) মোঃ সোহরাব খান (৩৩), পিতা-আজিজুল ইসলাম খান, মাতা-ফরিদা বেগম, সাং-ক-১০৬, জোয়ারাসাহারা, থানা-ভাটারা, ঢাকা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © News Voice of Bangla
Theme Customized BY LatestNews