NEWSBOb: রংপুর ব্যুরো দেড় লাখ টাকার ফেনসিডিলসহ আব্দুল খালেক (৬০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রংপুর র্যাব-১৩। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাটের আদিতমারী উপজেলার বড় কমলাবাড়ী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১৩ রংপুর-এর উপ-অধিনায়ক মেজর গালিব মুহম্মদ নাতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আব্দুল খালেক বড় কমলাবাড়ী গ্রামের মৃত ছমেদ আলীর ছেলে।
তিনি আরও জানান, র্যাবের রংপুর ক্যাম্পের একটি অভিযানিক দল শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারীর বড় কমলাবাড়ী গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় মাদক ব্যবসায়ী আব্দুল খালেককে ১৬৭ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়। যার আনুমানিক মূল্য দেড় লাখ টাকার ঊর্ধ্বে।
মেজর গালিব বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করছেন আব্দুল খালেক। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।