করোনার আতঙ্ক যখন দেশজুড়ে, তখন মেহেরপুরের সব হাসপাতালে সীমিত করা হয়েছে চিকিৎসা সেবা। চিকিৎসা না নিয়ে অনেককেই ফিরে যেতে হচ্ছে বাড়িতে।
করোনার এমন সংকট সময়ে কাওকে কিছু না বলে লাপাত্তা গাংনী উপজেলা কমপ্লেক্সের চিকিৎসক ডা. আমিরুজ্জামান মুহাম্মদ সামসুল আরেফীন। পরে মোবাইলে তার সাথে যোগাযোগ করলে তিনি অভিযোগ করেন, প্রয়োজনীয় সুরক্ষার সরঞ্জাম না থাকায় তিনি হাসপাতাল ত্যাগ করেছেন। তার সুরে কণ্ঠ মেলালেন অন্য চিকিৎসকরাও।
তবে সিভিল সার্জনের দাবি, করোনা মোকাবেলায় সব হাসপাতালে রয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। আর নিয়ম অমান্য করে হাসপাতাল ছেড়ে যাওয়ায় ডা. আমিরুজ্জামানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
এদিকে নোটিশ দিয়ে বন্ধ করে দিয়েছে জেলার বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার। ফলে দুর্ভোগের শেষ নেই সাধারণ রোগীদের।