করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় পরিবার ও বাড়িতে অবরুদ্ধ থাকা চার হাজার পরিবারের মাঝে উপহার হিসেবে খাদ্য সহায়তা বিতরণ করছেন বাংলাদেশ যুব মহিলা লীগের সহ-শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সরকার ফারহানা আক্তার সুমী।
শনিবার (১৮ এপ্রিল) সকাল থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে নীলফামারী জেলার ডোমার ও ডিমলা উপজেলার বিভিন্ন এলাকায় চাল, ডাল, আলু ও সাবান বিতরণ করেন তিনি।
গতকাল শুক্রবার বিকেলে ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বীরাঙ্গনা, অসহায় মুক্তিযোদ্ধা পরিবার, কর্মহীন হওয়া শ্রমজীবীসহ বিভিন্ন পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ফারহানা সুমী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী বর্তমানে স্বাস্থ্য পরিস্থিতি মোকাবিলায় আমার নিজস্ব অর্থে পরিবার ও স্থানীয় আওয়ামী লীগের নেতাদের সঙ্গে নিয়ে চার হাজার পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা বিতরণ করছি।’