Nnwsvob.com. অনলাইন ডেস্ক: বাগেরহাটের পূর্ব সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে লবণ পানি প্রজাতির কুমির পিলপিল ৪৪টি ডিম দিয়েছে। শুক্রবার (১২ জুন) বিকেলে কেন্দ্রের কুমির প্রকল্পের পুকুর পাড়ে এ ডিম দেয় কুমিরটি। এর আগে গত ২৯ মে অপর কুমির জুলিয়েট ৫২টি ডিম পেড়েছে।
গত তিন বছর জুলিয়েট ও পিলপিলের ডিম থেকে কোনো বাচ্চা জন্ম নেয়নি। এবার তাই রোমিও নামের বৃদ্ধ কুমিরটিকে সরিয়ে এক বছর আগে জুলিয়েট ও পিলপিরের সঙ্গে একই পুকুরে রাখা হয় আলেকজান্ডার নামে নতুন একটি প্রাপ্তবয়স্ক কুমিরকে। এবার এই কুমির প্রজনন কেন্দ্রে দুটি কুমিরের ডিম থেকেই বাচ্চা ফুটবে বলে আশা করছে বন বিভাগ।
সুন্দরবনের চাঁদপই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাদ কবির বলেন, শুক্রবার বিকেলে কুমির প্রকল্পের পুকুর পাড়ে পিলপিল ৪৪টি ডিম পেড়েছে। এরপর ডিমগুলো সংগ্রহ করে ২১টি ডিম বাচ্চা ফোটানোর জন্য পিলপিলের ডিম পাড়ার বাসায়, ১২টি পুরাতন ইনকিউবেটরে আর ১১টি নতুন ইনকিউবেটরে রাখা হয়েছে। আগামী ৮৫ থেকে ৯০ দিনের মধ্যে এ ডিমগুলো থেকে বাচ্চা ফুটবে।