Newsvob.com.: রাজশাহী ব্যুরো : রাজশাহীর বাগমারায় রবি ও খরিপ মৌসুমে বিনামূল্যে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনায় ইউনিয়ন কৃষক লীগের সাধারন সম্পাদক মোজাম্মেল হক বাগমারা প্রেস ক্লাবে উপস্থিত হয়ে স্থানীয় সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন। তবে কৃষি কর্মকর্তা রাজিবুর রহমান অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন।
খোঁজ নিয়ে জানা যায়, প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে সরকার কর্তৃক কৃষি পূর্নবাসন কর্মসূচির আওতায় কৃষকদের পূর্নবাসনের জন্য বিনামূল্যে সার ও বীজ বিতরন করেছেন। উপজেলার বড় বিহানালী ইউনিয়নে কৃষির সাথে জড়িতদের বাঁধ রেখে একই পরিবারের একই ব্যক্তির মাঝে সার ও বীজ বিতরন করা হয়েছে। কৃষি অফিসের বিতরণকৃত মাষ্টাররুলেও এমন তথ্য পাওয়া গেছে।
কৃষক লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক অভিযোগ করেন, প্রকৃত কৃষকদের মাঝে সরকারী প্রনোদনার সার ও বীজ বিতরণ না করে নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করার লক্ষেই তাদেরকে ওই কমিটি থেকে বাদ দেয়া হয়। কেউ কেউ সরকারী প্রণোদনার সার ও বীজ উত্তোলন করে অন্যদের মাঝে বিক্রি করছেন বলে তিনি জানান। বিষয়টি জানার জন্য নেত্রী সেলিনা বেগমের সাথে যোগাযোগ করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। তবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহামুদুর রহমান মিলন বলেন, বিতরণে এধরনের ঘটনা ঘটতে পারে। এত অল্প সময়ের মধ্যে এত লোকের নামসহ আইডি র্ক্ডা চেক করা সম্ভব হয়নি।