Newsvob.com. নিজস্ব প্রতিবেদক অদ্য ২৭/০৩/২০২২ইং তারিখে ডি,এম,পি, মিডিয়া সেন্টার প্রেস ব্রিফিং এ সংক্রান্ত বিষয়ে দুপুরে মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা মতিঝিল বিভাগের খিলগাঁও জোনাল টিম বিশেষ অভিযান পরিচালনা করে শাহজাহানপুরের চাঞ্চল্যকর মোঃ জাহিদুল ইসলাম টিপু ও সামিয়া আফরান জামাল প্রীতি হত্যা মামলার শ্যুটার মাসুম মোহাম্মদ আকাশকে গ্রেফতার করেছে। অদ্য ২৭/০৩/২০২২ খ্রিঃ তারিখ বগুড়া জেলা হতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের নাম- ১। মাসুম মোহাম্মদ আকাশ (৩৪), পিতা-মোঃ মোবারক হোসেন, মাতা-মোসাঃ রোকেয়া বেগম, সাং-বাইশকানি, ইউনিয়ন-কাইশকানি, থানা-মতলব, জেলা-চাঁদপুর, বর্তমান-বাসা নং-৬০/১৫, পশ্চিম মাদারটেক, থানা-সবুজবাগ, ডিএমপি, ঢাকা।
উল্লেখ্য, গত ২৪/০৩/২০২২ তারিখ রাত অনুমান ১০:২০ ঘটিকার সময় শাহজাহানপুর থানাধীন আমতলা এলাকা হতে মতিঝিল থানা আওয়ামীলীগ এর সাবেক সাধারন সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম টিপু তার ড্রাইভার মনির হোসেন মুন্না এবং দুই বন্ধু মিরাজ ও আবুল কালাম তার এজিবি কলোনী কাচাবাজার সংলগ্ন গ্রান্ড সুলতান রেস্টুরেন্ট হতে মাইক্রোবাসযোগে বাসার উদ্দেশ্যে রওনা করেন। বাসায় যাওয়ার পথে অজ্ঞাতনামা অস্ত্রধারী সন্ত্রাসী পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে ভিকটিম জাহিদুল ইসলাম টিপু ও তার ড্রাইভার এবং রিক্সারোহী জনৈকা সামিয়া আফরান জামাল প্রীতি নামক মেয়েকে গুরুতর যখম করে। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ভিকটিম জাহিদুল ইসলাম টিপু ও রিক্সারোহী প্রীতিকে মৃত ঘোষনা করেন।
উক্ত ঘটনায় শাহজাহনপুর থানায় একটি মামলা রুজু হয়। গোয়েন্দা মতিঝিল বিভাগ উক্ত ঘটনার ছায়া তদন্ত শুরু করে।
প্রাথমিক জিজ্ঞসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মাসুম মোহাম্মদ আকাশ ঘটনার আগের দিন অর্থাৎ ২৩/০৩/২০২২ খ্রিঃ তারিখ মোঃ জাহিদুল ইসলাম টিপুকে তার রেস্টুরেন্ট থেকে বাসায় যাওয়ার রাস্তা অনুসরন করে গুলি করার প্রস্তুতি নেয় কিন্তু বেশী লোকজন থাকায় সে ব্যার্থ হয়। ঘটনার দিন ২৪/০৩/২০২২ খ্রিঃ তারিখ অজ্ঞাতনামা এক ব্যক্তি সন্ধ্যা ০৭.৩০ ঘটিকার সময় গ্রেফতারকৃতকে জানায় টিপু তার অফিসে (রেস্টুরেন্ট) অবস্থান করছে।
এই সংবাদ পেয়ে গ্রেফতারকৃত মাসুম মোহাম্মদ আকাশ দ্রæত জাহিদুল ইসলাম টিপু’র রেস্টুরেন্টের কাছ থেকে টিপুকে অনুসরন করে গুলি করার জন্য প্রস্তুতি নেয় কিন্তু টিপু অনেক লোকজনের মধ্যে থাকায় গুলি করতে না পেরে টিপুর গাড়ী অনুসরন করতে থাকে। টিপুর গাড়ী শাহজাহানপুর রেল লাইনের আগে আমতলা সংলগ্ন রাস্তায় গাড়ী যানজটে আটকা পড়লে গ্রেফতারকৃত শ্যুটার গাড়ীর ড্রাইভারের পাশের আসনে বসা টিপুকে লক্ষ্য করে উপর্যুপরি গুলি করে পালিয়ে যায়। পরবর্তীতে তার দুই বন্ধুর সহযোগীতায় নিরাপদ স্থানে আতœগোপনে থাকে। পরে সে সোস্যাল মিডিয়ার মাধ্যমে নিরাপরাধ রিক্সারোহী প্রীতি এবং টিপুর মৃত্যুর সংবাদ দেখতে পায়। উক্ত হত্যাকান্ডের সাথে জড়িত সহযোগী অন্যান্য আসামীদের গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত আছে।
গ্রেফতারকৃত মাসুম মোহাম্মদ আকাশের নামে ঢাকা মহানগরের বিভিন্ন থানায় হত্যা মামলাসহ ০৪ টি মামলা রয়েছে।
নিউজ ভয়েস অফ বাংলাশে- জে/ রশীদ