নিউস ভয়েস অফ বাংলাদেশ : জে রশিদ– বুলবুল ললিত কলা একাডেমির সহকারী রেজিস্টার মাসুদ করিম ৫৬ এর ১৫ নং দ্বীন নাথ সেন রোডস্থ বাসায় জনৈক মোঃ হাসান, মেহেদী হাসান, মোছাঃ মুনাসহ কতিপয় ব্যক্তির বিরুদ্ধে জোরপূর্বক প্রবেশ করিয়া স্বর্ণা অলঙ্কার, টিভিসহ মাসায় ব্যবহৃত মালামাল লুটতরাজ ও অপহরণের অভিযোগ এনে গেন্ডারিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে,মামলা নং ৯ তাং১৪/১২/২০২৪ইং। অনুসন্ধানে জানা যায় গেন্ডারিয়া থানার দ্বীননাথ সেন ১৫নং রোডের বাসিন্দা মৃত লতিফ আহমেদের পুত্র বুলবুল ললিত কলা একাডেমির সহকারী রেজিস্টার জনাব মাসুদ করিমের সঙ্গে দিননাথ সেন ১৫ নং রোডস্থ বাসার জায়গা জমি নিয়ে উক্ত এলাকার মৃত মোঃ আলীর পুত্রদ্বয় মোঃ হাসা ও মেহেদী হাসানের সঙ্গে দীর্ঘদিন যাবৎ বিরুধ চলে আসছে। জনাব মাসুদ করিম দাবী করেন উক্ত বিরোধের ধারাবাহিকতায় হাসানগং প্রায় সময়ই প্রাণ প্রাণ নাশের হুমকি প্রদান করে আসছিলো বিগত ১৪/১২/২০২৪ সকাল ৭.৩০ ঘটিকার সময় মোঃ হাসান,মেহেদী হাসান,মোছাঃ মুনসহ অজ্ঞাতনামা আরো ৬/৭ জন সঙ্গবদ্ধ হয়ে আমার নিজ বাড়িতে অনধিকার প্রবেশ করিয়া, দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হইয়া স্বর্ণ অলংকার,টিভি, ফ্রীজসহ বাসায় ব্যবহৃত প্রায় চৌদ্দ লক্ষাধিক টাকার মালামাল লুটতরাজ করে নিয়ে যায় এবং আমাকে, আমার স্ত্রী,ও পুত্রকে অপহরণ করিয়া জোরপূর্বক অলিখিত স্ট্যাম্পে টিপ সহি দিতে বাধ্য করে এবং যাত্রাবাড়ী শনির আখড়া রোডে আমাদেরকে ফেলে রেখে চলে যায়। উক্ত অভিযোগের বিষয়ে মোঃ হাসান ও মেহেদী হাসান এর সাথে যোগাযোগের চেষ্টা করে তাদের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। মামলার বিষয়ে গেন্ডারিয়া থানায় যোগাযোগ করা হলে গেন্ডারিয়া থানার ওসি আবু শাহেদ খান বলেন, এরকম একটি অভিযোগ পাওয়া গেছে তদন্তপূর্বক অতি শীঘ্রই আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ দিকে বাদী পক্ষ আসামীর হুমকীর মুখে আছে। তারা জামিনে ছারা পেয়ে আবার হামলার চেষ্টা চালাছে।