নিউস ভয়েস অফ বাংলাদেশ : প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ও অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শুক্রবার (২৮ মার্চ) সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে অনুষ্ঠিত বৈঠকে এ সমর্থন জানান তিনি। দুই দেশের মধ্যে মধ্যকার বৈঠকটি অত্যন্ত সফল হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যস ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। প্রেস সচিব বলেন, আলোচনা ছিল বিস্তৃত, ফলপ্রসূ ও গঠনমূলক। এ আলোচনা সৌহার্দ্যের আবহে সম্পন্ন হয়।
প্রেসিডেন্ট শি প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকারের প্রতি চীনের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন। এটি অধ্যাপক ইউনূসের প্রথম দ্বিপক্ষীয় বিদেশ সফর। এখন পর্যন্ত এটি অত্যন্ত সফল।
ফিকুল আলম জানান, প্রেসিডেন্ট শি জিনপিং অধ্যাপক ইউনূসকে বলেছেন, তার দেশ বাংলাদেশে চীনা বিনিয়োগ উৎসাহিত করবে এবং চীনা উৎপাদন কারখানাগুলো বাংলাদেশে স্থানান্তরের জন্য উদ্যোগ নেবে।
প্রেসিডেন্ট শি বলেন, চীন বাংলাদেশের পক্ষ থেকে তুলে ধরা গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে ইতিবাচক মনোভাব দেখাবে, যার মধ্যে চীনা ঋণের সুদের হার কমানো এবং পানিসম্পদ ব্যবস্থাপনায় সহযোগিতার প্রস্তাব অন্তর্ভুক্ত।
চীনা প্রেসিডেন্ট তার বাংলাদেশে দুটি সফরের কথা স্মরণ করেন। ফুজিয়ান প্রদেশের গভর্নর থাকাকালীন তিনি ক্ষুদ্রঋণবিষয়ক গবেষণা করেছিলেন বলেও জানান।
এ ছাড়া শি জিনপিং বাংলাদেশি আম ও কাঁঠাল চেখে দেখেছেন বলে জানিয়েছেন। এসব ফল অত্যন্ত সুস্বাদু বলেও তিনি মন্তব্য করেন। আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশ এ দুটি ফল চীনে ব্যাপকভাবে রপ্তানি করবে বলে আশা করা হচ্ছে।
R/K