গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ ইমরান হোসেন ওরফে ইরান (৩২) ও ২। মোঃ শাহাদাৎ-উন-নূর (৩৬)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে একটি চাপাতি ও একটি ছুরি উদ্ধার এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
রবিবার (০৪ মে ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ০১:২০ ঘটিকায় গেন্ডারিয়া থানাধীন সায়েদাবাদস্থ মিথালী স্কুলের সামনে দয়াগঞ্জগামী রাস্তায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে ডিবি-ওয়ারী ভিাগের ডেমরা জোনাল টিম।
ডিবি-ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, গেন্ডারিয়া থানাধীন সায়েদাবাদস্থ মিথালী স্কুলের গলির মুখে কতিপয় ডাকাত দলের সক্রিয় সদস্য ডাকাতি করার উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে ডিবির টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলে করে পালানোর সময় ইমরান হোসেন ও শাহাদাৎ কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের সহযোগী কয়েকজন দৌঁড়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়। এ সংক্রান্তে গেন্ডারিয়া থানায় একটি মামলা রুজু হয়েছে।
ডিবি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা তাদের পলাতক সহযোগীদের নিয়ে ডাকাতি করার জন্য ঘটনাস্থলে অবস্থান করছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেফতারকৃত ইরানের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন। মামলার সুষ্টু তদন্ত ও ডাকাতি চক্রের সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।