রাকিব হাসান ,মাদারীপুর থেকে : জেলা প্রশাসনের আয়োজনে সকালে বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানগুলোতে বর্ষবরণের জন্য বাঙালির ঐতিহ্যবাহী পোশাক ও বাঙালির ঐতিহ্যকে ধারণ করে শোভাযাত্রা বের করে। মাদারীপুর স্বাধীনতা অঙ্গনে জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
এছাড়া বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মাদারীপুর জেলার রাজৈর, শিবচর ও কালকিনি উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে
বাংলা নববর্ষকে -কে স্বাগত জানানো হয় ।
পহেলা বৈশাখ উপলক্ষে মাদারীপুর জেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা,প্রদর্শনীর ব্যবস্থা, সূচি শিল্প ও শিশু নাট্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এছাড়া সন্ধ্যা সাড়ে ৬ টায় স্বাধীনতা অঙ্গনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন।
মাদারীপুর পৌরসভা বর্ষবরণ উপলক্ষে স্বাধীনতা অঙ্গনে ৫দিন ব্যাপি বৈশাখী মেলার আয়োজন করেছে। এছাড়া ২ বৈশাখ থেকে ৪ দিন ব্যাপি স্থানীয় সাংস্কৃতিক সংগঠনগুলোকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করেছে।