Newsvob.com.: আন্তর্জাতিক ডেস্কঃ ইসরাইলি বাহিনীর হাতে এক ফিলিস্তিনি কিশোর নিহিত হয়েছে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে ১৬ বছর বয়সী আমের আবু জায়তুন মাথায় গুলিবিদ্ধ হন।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আবু জায়তুন এই বছর পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর হাতে নিহত চতুর্থ ফিলিস্তিনি। বৃহস্পতিবার ভোরে ইসরাইলি বিশেষ বাহিনী নাবলুসের বালাতা শরণার্থী শিবিরে অভিযান চালায়, সেই সময় সশস্ত্র যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। নাবলুস-ভিত্তিক সাংবাদিক বকর আবদেল হকের মতে, বাসিন্দারা বলেছেন যে আবু জায়তুন ক্যাম্পে হাঁটার সময় তাকে গুলি করে হত্যা করা হয়েছিল।
খবর আল জাজিরা।