নিউস ভয়েস অফ বাংলাদেশ স্পোর্স ডেস্কঃ সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বিমান বাহিনীর একটি ‘এফ-৭ বিজিআই’ প্রশিক্ষণ বিমান উড্ডয়ন করার কিছুক্ষণের মধ্যেই কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহত হয়েছেন বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর, যিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
এছাড়াও দুর্ঘটনায় এখন পর্যন্ত বহু শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ অন্তত ৫০ জনের বেশি আহত ও দগ্ধ হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত ২ জন শিক্ষার্থী—অষ্টম শ্রেণির মো. তানভীর আহমেদ ও তৃতীয় শ্রেণির জুনায়েদ—এর মরদেহ রয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,
“বিমানের বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানাতে ও শোক প্রকাশে আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই) দেশব্যাপী একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে।”
এ উপলক্ষে:
দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
সকল শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হবে।
দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের অন্তত ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। পরে উদ্ধার তৎপরতায় বিজিবি, সেনাবাহিনী, র্যাব ও অন্যান্য বাহিনী যুক্ত হয়। বিমান বাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে হতাহতদের সিএমএইচ ও অন্যান্য হাসপাতালে পাঠানো হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) নিশ্চিত করেছে, দুর্ঘটনার শিকার প্রশিক্ষণ বিমানটি ছিল বাংলাদেশ বিমানবাহিনীর ‘এফ-৭ বিজিআই’ মডেলের। বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই উত্তরার দিয়াবাড়ি এলাকার হায়দার হল ভবনে বিধ্বস্ত হয়।
এ ঘটনায় শোক জানিয়ে বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শোক বার্তায় তিনি বলেন, বিমান বাহিনীর এফ-৭বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। দুর্ঘটনায় বিমানসেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীসহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। জাতির জন্য এটি একটি গভীর বেদনার ক্ষণ। আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং সংশ্লিষ্ট হাসপাতালসহ সকল কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবিলার নির্দেশ প্রদান করছি।