NEWSVOb Des: দীর্ঘ ১৬ বছর পর উৎসবমুখর পরিবেশে ছাত্রলীগের রাজৈর উপজেলা শাখার আয়োজনে পৌর ঈদগাহ্ মাঠে আজ রবিবার ৩ টায় ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শুভ উদ্ভোধন করেন মাদারীপুর জেলা ছাত্রলীগের সভাপতি মো: জাহিদ হোসেন অনিক।পরে রাজৈর উপজেলা ছাত্রলীগের সভাপতি মোস্তফা মনির সুজন সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা, মাদারীপুর , জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বায়েজিত কাজল কৃষ্ণ দে, জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বায়েজিত হাওলাদার। এছাড়াও উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তি যোদ্ধা মো:শাজাহান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মোস্তফা সহ স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীরা অংশ গ্রহন করেন। অনুষ্ঠান সঞ্চালন করেন উপজেলা ছাত্রলীগের সম্পাদক এমদাদুল হক পাট্টু । উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার ছাত্রলীগের নেতা কর্মীরা মিছিল সহকারে সম্মেলনে অংশ গ্রহন করেন।