কাপ্তাই প্রতিনিধিঃ- কালবৈশাখী ঝড়ে কাপ্তাইয়ের পাহাড়ী এলাকায় বিভিন্নস্থানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। রোববার(৩১মার্চ)রাত শাড়ে আটটায় দিকে কালবৈশাখী ঝড়ে হাওয়ায় পাহাড়ী পল্লীতে বসবাসরত ঘর-বাড়ি ঝড় হাওয়ায় উপড়ে গেছে। বহু লোকজন খোলা আকাশের নিচে বসবাস করার খবর পাওয়া গেছে। ঝড় হাওয়া সাথে সাথে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিচিছন্ন হয়ে পড়েছে এবং গাছ পালা পড়ে ব্যাপকক্ষতি খবর পাওয়া গেছে।
কাপ্তাই ওয়াগ্গা এলাকার ইউপি সদস্য অংচাপ্র“ মারমা বলেন,কালবৈশাখীতে তার এলাকার মুরালী পাড়ায় পাহাড়ী চাষী সংক্যজাইন মারমার বসতবাড়ি ঝড়ে উপরে গেছে এবং ঘরে রাখা ঝুমের ফসল আদা,হলুদ ও কচুর ব্যাপক ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেন। এছাড়া বিদ্যুৎ বিচিছন্ন হয়ে পড়েছে। কাপ্তাই প্রাশান্তি পার্কের দেয়ালের উপর গাছ পড়ে দেয়াল ভেঙ্গে ব্যাপক ক্ষতি হয়েছে। অন্য দিকে কাপ্তাই-রাঙ্গামাটি সড়ক আগর বাগানস্থ কামিলাছড়ি এলাকায় পাহাড়ী পল্লীর আট পরিবারের বসতবাড়ি ঝড়ো হাওয়ায় সর্ম্পুণ উড়ে গিয়ে ব্যাপক ক্ষতি সাধানের খবর পাওয়া গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, এলাকার বসবাসরত ক্ষতিগ্রস্থ পরিবার বর্তমানে খোলা আকাশের নিচে বসবাস করছে।