এফ এম আনসারী : মাননীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জনাব শ. ম. রেজাউল করিম এমপি’র পিতা বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল খালেক শেখ এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। গত ৭ এপ্রিল রবিবার সন্ধ্যা ৭টা ৩০মিনিটে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার তারাবুনিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
এর আগে আজ সকাল ১০টায় রাজধানীর ২৪ নং বেইলি রোডস্থ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সরকারি বাস ভবনে মরহুমের প্রথম নামাযে জানাজা অনুষ্ঠিত হয়। বাদ আছর দ্বিতীয় নামাযে জানাজা অনুষ্ঠিত হয় নাজিরপুর উপজেলা সদরের সাতকাছিমা মাদ্রাসা মাঠে এবং বাদ মাগরিব নিজ গ্রামের বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত তৃতীয় নামাযে জানাজা শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল খালেক শেখ এর দাফনের আগে পিরোজপুর জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এ সময় মাননীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জনাব শ. ম. রেজাউল করিম-সহ পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা আজাদ, পিরোজপুর পৌর মেয়র হাবিবুর রহমান মালেক, সদর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মুজিবর রহমান খালেক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার শেখ আব্দুল লতিফসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জানাজার আগে বাবার রুহের মাগফেরাত কামনা করে সবার কাছে দোয়া চান জনাব শ. ম. রেজাউল করিম।
উল্লেখ্য, গত শুক্রবার (৫ এপ্রিল) পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার গ্রামের বাড়ি থাকা অবস্থায় মোঃ আব্দুল খালেক শেখ বার্ধক্যজনিত কারণে অসুস্থ্য হয়ে পড়লে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল সাড়ে ৭টায় তাঁর মৃত্যু হয়। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুর সময় তিনি স্ত্রী, চার ছেলে, দুই মেয়ে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।